ICC ODI World Cup 2023

বিশ্বকাপে ভারতের একটি ম্যাচের টিকিট আবার ছাড়া হল, কোন ম্যাচের?

বিশ্বকাপের অনেক ম্যাচেই দেখা গিয়েছে ফাঁকা গ্যালারি। এমনকী ভারতের ম্যাচেও আসন পুরোপুরি ভর্তি হয়নি। সেই পরিস্থিতিতে যাতে আর না পড়তে হয় তাই আবার একটি ম্যাচের টিকিট ছাড়া হল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১২:১৯
cricket

ভারতীয় দল। — ফাইল চিত্র।

বিশ্বকাপের অনেক ম্যাচেই দেখা গিয়েছে ফাঁকা গ্যালারি। এমনকী ভারতের ম্যাচেও আসন পুরোপুরি ভর্তি হয়নি। চেন্নাইয়ে অস্ট্রেলিয়া বা দিল্লিতে আফগানিস্তান ম্যাচে ফাঁকা দর্শকাসন দেখা গিয়েছিল। তার পর থেকেই ভারতের ম্যাচগুলির এক সপ্তাহ আগে নতুন করে টিকিট ছাড়ছে ভারতীয় বোর্ড। বৃহস্পতিবার ছাড়া হল শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। দুপুর ১২টা থেকেই টিকিট কাটা যাচ্ছে বিশ্বকাপের ওয়েবসাইটে।

Advertisement

আগামী ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। ১২ বছর আগে এই মাঠে এই প্রতিপক্ষকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু এ বারের শ্রীলঙ্কা ভারতের তুলনায় খুবই দুর্বল দল। এখনও পর্যন্ত তিনটি ম্যাচে হেরেছে তারা। সেমিফাইনালের সম্ভাবনাও দূরে সরছে। তবু এই ম্যাচে যাতে কোনও আসন ফাঁকা না থাকে, সে ব্যাপারে সক্রিয় বোর্ড। তাই নতুন করে টিকিট ছাড়া হচ্ছে।

কত টিকিট ছাড়া হবে এবং তার দাম কত, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। যে হেতু ওয়াংখেড়ের আসনসংখ্যা খুব বেশি নয়, তাই টিকিট ছাড়ার পরিমাণও খুব বেশি হবে না বলে মনে করছেন অনেকে। অতীতে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের আগেও এ ভাবেই টিকিট ছেড়েছিল বোর্ড। সম্প্রতি লখনউয়ে ইংল্যান্ড ম্যাচেরও টিকিট ছাড়া হয়েছে। সেই সাফল্যেই নতুন করে টিকিট ছাড়া ভাবনাচিন্তা।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সব ম্যাচ জিতে সবার উপরে রয়েছে ভারত। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০। শ্রীলঙ্কার আগে লখনউয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।

Advertisement
আরও পড়ুন