আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।
এ বারের আইপিএলে আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে প্লে-অফে ওঠার রাস্তা এখন যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে তাদের জন্য। ইডেনে সোমবার ৩৯ রানে হারের পর হাতে রয়েছে ছ’টি ম্যাচ। কী ভাবে এখনও প্লে-অফে ওঠার আশা বেঁচে রয়েছে নাইটদের?
রবিবার ১৯৯ রান তাড়া করতে নেমে কলকাতা তোলে মাত্র ১৪৯ রান। যে হারের পর লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে তারা। ৮ ম্যাচে তিনটি জিতে ছ’পয়েন্ট পেয়েছে কলকাতা। আইপিএলের প্লে-অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন। সেটা করতে হলে বাকি ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে হবে কেকেআর-কে। কিন্তু বহু বার আইপিএলে দেখা গিয়েছে ১৬ পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠা নিশ্চিত করা যায়নি। তেমন পরিস্থিতি হলে কলকাতা চাপে পড়ে যাবে নেট রানরেটের কারণে। এখন কেকেআরের রানরেট -০.৬৩৩। চতুর্থ স্থানে থাকা পঞ্জাব কিংসের (০.১৭৭) থেকে অনেকটাই কম।
কলকাতা যদি বাকি ছ’টি ম্যাচই জিতে নেয় তা হলে সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছোতে পারবে। তা হলে প্লে-অফে ওঠার সুযোগ একটু বেশি থাকবে। কলকাতার পরের ম্যাচ শনিবার। সে দিনও ইডেনে খেলবে তারা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচ হারলে আরও চাপে পড়ে যাবে কেকেআর।
অতীতে যদিও প্রথম দিকে পর পর হেরে যাওয়া দলও ঘুরে দাঁড়িয়েছে। প্লে-অফে উঠে ফাইনাল খেলে চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু কেকেআর এই মুহূর্তে যে ভাবে খেলছে, তাতে তেমনটা আশা করাও কঠিন হয়ে যাচ্ছে।