মাঁকড়ীয় আউট। —ফাইল চিত্র।
মাঁকড়ীয় আউট নিয়ে নতুন অবস্থান নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনও দল মাঁকড়ীয় আউটের আবেদন করার পর আর প্রত্যাহার করতে পারবে না। আম্পায়ারদের নির্দেশ দেওয়া হয়েছে, ফিল্ডিং দলের অধিনায়কের মতামত জানার আর প্রয়োজন নেই।
ক্রিকেট মহলে মাঁকড়ীয় আউট নিয়ে নানা মতামত রয়েছে। ক্রিকেট মহলের একাংশ মনে করে, এই আউট নিয়ম বিরুদ্ধ না হলেও খেলার মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। বোলারের হাত থেকে বল বেরনোর আগে পিচের নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার ক্রিজ়ের বাইরে চলে গেলে বোলার উইকেট ভেঙে দিয়ে রান আউট করে দিতে পারেন সেই ব্যাটারকে। ক্রিকেটের এই আউটকে বলা হয় মাঁকড়ীয় আউট।
বোলার আউটের আবেদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন না আম্পায়ারেরা। সংশ্লিষ্ট দলের অধিনায়কের মতামত জানতে চান। অনেক ক্ষেত্রে অধিনায়কেরা খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দিয়ে আউটের আবেদন প্রত্যাহার করে নেন। তাতে আউট হয়েও বেঁচে যান ব্যাটারেরা।
বিসিসিআই এই সুযোগ দিতে নারাজ। সূত্রের খবর, আম্পায়ারদের বলা হয়েছে, বোলারেরা মাঁকড়ীয় আউটের আবেদন করলে সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরাই। এই ধরনের ক্ষেত্রে আর অধিনায়কদের মতামত জানার প্রয়োজন নেই। বিসিসিআইয়ের বক্তব্য, আউট মানে আউট। মাঁকড়ীয় আউট ক্রিকেটের নিয়মের বাইরে নয়। তাই এ নিয়ে দীর্ঘ দিনের প্রথা চালিয়ে যাওয়া অর্থহীন। আইপিএলেই প্রথা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে আম্পায়ারদের। অন্য আউটগুলির মতো করেই দেখতে বলা হয়েছে মাঁকড়ীয় আউটকে।
সমালোচনার আশঙ্কায় অনেক ক্রিকেটারই মাঁকড়ীয় আউটের আবেদন করতে চান না। অধিনায়কেরাও অনেক সময় আবেদন ফিরিয়ে নেন। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়, মাঁকড়ীয় আউটও স্বাভাবিক ভাবে গ্রহণ করা হোক এখন থেকে।