Ramiz Raja

আইপিএলকে খোঁচা পাক বোর্ড প্রধানের, ‘কোটি কোটি টাকার লিগের ক্রিকেটাররা এখন বাবরদের পিছনে’

’৯২ বিশ্বকাপের ফাইনালের আগে ইমরান সাজঘরে সতীর্থদের যা বলে উদ্বুদ্ধ করেছিলেন, বাবরদের সেটাই বলতে চান রামিজ়। যদিও তাঁর মতে ফাইনালে কেউ এগিয়ে থেকে নামে না।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে রোহিতদের হার নিয়ে খোঁচা দিলেন রামিজ়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে রোহিতদের হার নিয়ে খোঁচা দিলেন রামিজ়। ছবি: টুইটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পর সীমান্তের ওপার থেকে একের পর এক মন্তব্য উড়ে আসছে। এ বার ভারতীয় দলকে খোঁচা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা।

পাকিস্তান ক্রিকেটের প্রধান নাম না করে তুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রসঙ্গও। রামিজ় বলেছেন, কোটি কোটি টাকার লিগের ক্রিকেটাররা তো আমাদের পিছনেই থেকে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য শুক্রবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন রামিজ়। মেলবোর্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। রামিজ় বলেছেন, ‘‘কোটি কোটি টাকা লিগের ক্রিকেটারদের থেকে পাকিস্তানের ক্রিকেটাররা অনেক ভাল।’’

Advertisement

বাবর আজ়মের দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রসঙ্গে পাক বোর্ডের প্রধান বলেছেন, ‘‘এ বারের বিশ্বকাপের সঙ্গে ১৯৯২ সালের বিশ্বকাপের অনেক মিল দেখতে পারছি। সব সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাওয়া পরেও ক্রিকেটাররা নিজেদের উপর বিশ্বাস হারায়নি। অনেকটা ’৯২ বিশ্বকাপের মতো।’’ এর পরেই খানিকটা খোঁচা দিয়ে বলেছেন, ‘‘জানি প্রতিপক্ষ যদি ফাইনালে ১৫ জনকে নিয়েও খেলে তা হলেও আমরা হারব না।’’ রামিজ়ের মতে, প্রায় একই অবস্থায় পড়ার পরেও ইমরান খানের সেই দলের থেকে এ বারের বাবরের দলকে অনেক বেশি চাপহীন দেখাচ্ছে। বলেছেন, ‘‘বাবরের দল আমাদের থেকে অনেক বেশি স্বাভাবিক রয়েছে। আমরা সে বার ফাইনালের আগে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। বাবররা কিন্তু বেশ উপভোগ করছে। ওদের দেখে বেশ ভাল লাগছে।’’

ফাইনালের আগে আপনি কি বাবরদের সঙ্গে কথা বলবেন? রামিজ় বলেছেন, ‘‘আমি এদের ’৯২-র ফাইনালের কথা বলেছি। ফাইনালের আগে ইমরান আমাদের যেটা বলেছিল, ওদের সেটাই বলেছি। টিম মিটিংয়ে ইমরান বলেছিল, ৯০ হাজার মানুষ অপেক্ষা করছে। আমাদের ক্রিকেটজীবনে এমন সুযোগ দ্বিতীয় বার আসবে না। আমরা শুধু ফাইনালটা উপভোগ করব এবং জিতব।’’’

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল নিয়ে রামিজ় বলেছেন, ‘‘বাবররা সব কিছুই প্রায় করে ফেলেছে। ২৪ ঘণ্টায় কারও টেকনিক খারাপ হয়ে যেতে পারে না। ফাইনালে কেউ এগিয়ে থাকে না। দু’দলের কাছেই ৫০-৫০ সুযোগ। এই ম্যাচ অনেকটা মানসিক লড়াই।’’ কিছু দিন আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে তীব্র সমালোচিত হচ্ছিলেন রামিজ়। তা নিয়ে পিসিবি প্রধান বলেছেন, ‘‘আমি সব সময় সমালোচনা পছন্দ করি। যদি সেটা ইতিবাচক হয়। আমি শক্তিশালী অধিনায়কে বিশ্বাস করি। এটাই ক্রিকেটের মূল ভিত্তি। এটা ফুটবল খেলা নয় যে মাঠের বাইরে থেকে কেউ শট মারতে বলবে। বাবরদের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে দুর্দান্ত ইতিহাস তৈরি করার। বাবর হাতে বিশ্বকাপটা তুলতে পারলে, এর থেকে বড় কিছু আর পাবে না ক্রিকেটজীবনে।’’

ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ় আয়োজন করতে অস্ট্রেলিয়া আগ্রহী বলে কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল বিশ্বকাপের আসরে। এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন রামিজ়। তিনি বলেছেন, ‘‘ভারত এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ় নিয়ে আমার কিছু জানা নেই।’’

Advertisement
আরও পড়ুন