India VS Pakistan

T20 World Cup 2022: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হবে দাঁড়িয়ে! টিকিটের দাম ১৭০০ টাকা

বসে খেলা দেখার সব টিকিট শেষ। আইসিসি এ বার ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১২:২৮
ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার জন্য তৈরি হচ্ছেন সমর্থকরা।

ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার জন্য তৈরি হচ্ছেন সমর্থকরা। ছবি: টুইটার থেকে

কেউ যদি এখন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, তাঁকে দাঁড়িয়ে খেলা দেখতে হবে। হাতেগোনা যে সংখ্যক টিকিট পড়ে রয়েছে, সেগুলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের স্যাটন্ডিং রুমের টিকিট। দাম ১৭০০ টাকা।

ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। কিন্তু আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা। মোট চার হাজার টিকিট ছাড়া হবে। সেই টিকিট কাটলে রোহিত শর্মা, বাবর আজমদের লড়াই দেখতে হবে দাঁড়িয়ে।

Advertisement

২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। ফেব্রুয়ারি মাসে মাত্র পাঁচ মিনিটের মাথায় সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। তার পরেই এই দাঁড়িয়ে খেলা দেখার চার হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এ বার খেলা দেখার সুযোগ রয়েছে।”

মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচে আরও চার হাজার বেশি মানুষ খেলা দেখতে পারবেন। দাঁড়িয়ে খেলা দেখার যে টিকিট বিক্রি করা হবে তার দাম প্রায় ১৭০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement