Cheteshwar Pujara

Pujara-Rizwan: বিলেতের ক্রিকেট মাঠে ইন্দো-পাক সম্প্রীতি পুজারা-রিজওয়ান জুটির হাত ধরে

ডারহামের বিরুদ্ধে ভাল খেলেছেন পুজারা। প্রথম ইনিংসে ৩৩৪ বলে ২০৩ রান করেছেন তিনি। সেই সঙ্গে রিজওয়ানের সঙ্গে ১৫৪ রানের জুটি বাঁধেন তিনি। ১৪৫ বলে ৭৯ রান করেন রিজওয়ান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৭:৩৪
সাসেক্সের হয়ে পুজারা ও রিজওয়ান

সাসেক্সের হয়ে পুজারা ও রিজওয়ান ছবি: টুইটার

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও কাউন্টিতে ভাল ছন্দে রয়েছেন চেতেশ্বর পুজারা। সাসেক্সের হয়ে পর পর দু’ম্যাচে দ্বিশতরান করেছেন তিনি। সেখানে তাঁর সতীর্থ পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। দু’দেশের মধ্যে এখন শুধুমাত্র আইসিসি প্রতিযোগিতায় খেলা হয়। সেখানে কাউন্টিতে দেখা গেল এক অন্য ছবি। অনুশীলনে খোশগল্পে মাতলেন দুই ক্রিকেটার।
ডারহামের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে অনুশীলনে দেখা যায় দুই ব্যাটারকে। পুজারা তখন নেটে ব্যাট করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেই সময় রিজওয়ানকে দেখা যায় এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলছেন। পুজারাকেও রিজওয়ানের কথার জবাব দিতে দেখা যায়। দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা অবশ্য শোনা যায়নি। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করা হয় সাসেক্সের তরফে।

Advertisement

ডারহামের বিরুদ্ধে ভাল খেলেছেন পুজারা। প্রথম ইনিংসে ৩৩৪ বলে ২০৩ রান করেছেন তিনি। সেই সঙ্গে রিজওয়ানের সঙ্গে ১৫৪ রানের জুটি বাঁধেন তিনি। ১৪৫ বলে ৭৯ রান করেন রিজওয়ান।

আরও পড়ুন
Advertisement