হায়দরাবাদ বিমানবন্দরে স্ত্রী রেবেকা কামিন্সের সঙ্গে প্যাট কামিন্স। ছবি: ইনস্টাগ্রাম।
শুক্রবার সকালে স্ত্রী রেবেকা কামিন্সকে নিয়ে হায়দরাবাদ বিমানবন্দরে হাজির প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে ভারতকে বিদায় জানালেন রেবেকা। তবে আইপিএলের মাঝেই বাড়ি ফিরে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক? সকালে সমাজমাধ্যমে রেবেকার পোস্ট দেখে চমকে ওঠেন ক্রিকেটপ্রেমীরা।
শক্তিশালী দল গড়েও এ বারের আইপিএলে একের পর এক ম্যাচ হারছে হায়দরাবাদ। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে দু’টি জয় পেয়েছেন কামিন্সেরা। পয়েন্ট টেবলে ১০টি দলের মধ্যে নবম স্থানে রয়েছেন তাঁরা। স্বাভাবিক ভাবেই চাপে রয়েছেন অধিনায়ক কামিন্স। তাই সকালে ব্যাগপত্তর গুছিয়ে স্ত্রীকে নিয়ে বিমানবন্দরে কামিন্সের ছবি দেখে বিচলিত হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীদের একাংশ। কারণ নিজেদের ছবি দিয়ে সমাজমাধ্যমে রেবেকা লেখেন, ‘‘বিদায় ভারত। আমরা সুন্দর এই দেশটা ঘুরে দেখতে ভালবাসি।’’
হায়দরাবাদ সমর্থকদের অবশ্য উদ্বেগের কিছু নেই। তাঁদের অধিনায়ক ভারতেই থাকছেন। আইপিএল খেলবেন। দলকে নেতৃত্বও দেবেন। শুক্রবার দেশের ফিরে গেলেন তাঁর স্ত্রী রেবেকা। দেশে ফেরার আগে ভারতকে বিদায় জানিয়েছেন তিনি। বিমানবন্দরে স্ত্রীকে বিদায় জানাতে গিয়েছিলেন কামিন্স। এর মধ্যে অন্য কোনও ব্যাপার নেই।
আইপিএলে অবশ্য চেনা ফর্মে দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ার অধিনায়ককে। সাতটি ম্যাচ ৭টি উইকেট পেয়েছেন তিনি। ওভার প্রতি খরচ করেছেন ১০.২২ রান।