India vs Sri Lanka

সিরিজ় শুরুর আগে সুবিধা পেয়ে গেলেন সূর্যকুমারেরা, চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার

দু’দলের টি-টোয়েন্টি সিরিজ় শুরু ২৭ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ জুলাই। তৃতীয় ম্যাচ ৩০ জুলাই। সব ম্যাচই হবে পাল্লেকেলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৪ ২০:৫৮
picture of SuryaKumar Yadav

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে খারাপ খবর শ্রীলঙ্কা শিবিরে। চোট পেয়ে ছিটকে গেলেন দুষ্মন্ত চামিরা। মঙ্গলবারই ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কার নির্বাচকেরা।

Advertisement

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার অনুশীলনে চোট পেয়েছেন চামিরা। ৩২ বছরের জোরে বোলার শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন। সূর্যকুমার যাদবের দলের বিরুদ্ধে তাঁকে না পাওয়ায় দুর্বল হবে চরিথ আসালঙ্কার দলের বোলিং আক্রমণ। চামিরার কোথায় চোট লেগেছে বা চোট কতটা গুরুতর এ ব্যাপারে কিছু জানা যায়নি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও সরকারি ভাবে কিছু জানায়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্বে ইস্তফা দিয়েছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। তাই নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের। ২০ ওভারের ক্রিকেটে এ বার শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন আসালঙ্কা। দু’দলের টি-টোয়েন্টি সিরিজ় শুরু ২৭ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ জুলাই। তৃতীয় ম্যাচ ৩০ জুলাই। সব ম্যাচই হবে পাল্লেকেলে।

শ্রীলঙ্কার ঘোষিত দল: চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চণ্ডীমল, কামিন্ডু মেন্ডিস, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসরঙ্গ, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, চামিন্দু বিক্রমসিংহে, মাথিশা পাতিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা এবং বিনুরা ফার্নান্ডো।

Advertisement
আরও পড়ুন