Angelo Mathews

বিশ্বকাপে টাইমড আউট হয়েছিলেন, এ বার চার মেরে আউট হলেন ম্যাথেউজ!

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে অদ্ভূত ভাবে আউট হলেন ম্যাথেউজ। ব্যক্তিগত ১৪১ রানের মাথায় বাউন্ডারি মেরেও সাজঘরে ফিরতে হল তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০১
picture of Angelo Mathews

অ্যাঞ্জেলো ম্যাথেউজ। ছবি: আইসিসি।

গত কয়েক বছর ধরে ক্রিকেট মাঠে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হওয়া মানেই বাড়তি উত্তেজনা। গত বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান টাইমড আউট করেছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজকে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তিনি আউট হলেন চার মেরে!

Advertisement

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ম্যাচে টাইমড আউট হওয়া ম্যাথেউজ নিজেই নিজেকে আউট করলেন। কলম্বোয় তিনি নিজের ভুলে আউট হলেন ব্যক্তিগত ১৪১ রান করে। বল করছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার কায়েস আহমেদ। লেগ স্টাম্পের বাইরে বল পেয়ে সুইপ করেন ম্যাথেউজ। তাঁর শট চলে যায় মাঠের বাইরে। তবু আউট হলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার।

লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ শট ঠিক মতো মারলেও ম্যাথেউজের ব্যাট গিয়ে লাগে উইকেটে। তাতে উইকেটের উপরের বেল দু’টি পড়ে যায়। স্বভাবতই হিট উইকেট হয়ে আউট হন তিনি। হাতছাড়া হয় ৪ রানও। শেষ হয় ম্যাথেউজের ১৪১ রানের ইনিংস। তাঁর আউটের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

আফগানিস্তান প্রথম ইনিংসে করে ১৯৮ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪১০। ম্যাথেউজ ছাড়াও শতরান করেছেন দীনেশ চান্ডিমল (১০৭)। ২১২ রানে এগিয়ে রয়েছে আয়োজকেরা।

আরও পড়ুন
Advertisement