IPL 2025

আইপিএলে নাটক! বোলারের পা ভিতরে, তবু নো-বল, ক‍্যাচ আউট হয়েও বেঁচে গেলেন ব‍্যাটার

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শিশুসুলভ ভুল করলেন হাইনরিখ ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষকের ভুল মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচে ফিরিয়ে দিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২৩:০১
cricket

ক্যাচ ধরেও হতাশ হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: পিটিআই।

ক্যাচ আউট হলেন ব্যাটার। তবু বেঁচে গেলেন তিনি। না, বোলার নো-বল করেননি। ক্যাচ ধরতেও কোনও সমস্যা হয়নি। তা হলে? আসলে উইকেটরক্ষকের একটি ভুল বাঁচিয়ে দিল ব্যাটারকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শিশুসুলভ ভুল করলেন হাইনরিখ ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষকের ভুল মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচে ফিরিয়ে দিল।

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ভুল শট খেলেন মুম্বইয়ের রায়ান রিকেলটন। জিশান আনসারির বলে জোরালো শট মারতে যান তিনি। ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। বল সোজা কভারে দাঁড়িয়ে থাকা প্যাট কামিন্সের হাতে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি হায়দরাবাদের অধিনায়ক। আউট হয়ে ডাগআউটের দিকে হাঁটা শুরু করেন রিকেলটন। তার পরেই নাটক।

রিকেলটনকে অপেক্ষা করার নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার। তখনও বোঝা যাচ্ছিল না কী হয়েছে। তার পরে রিপ্লে-তে দেখা যায়, রিকেলটন যখন বল মেরেছেন তখন উইকেটরক্ষক ক্লাসেনের দস্তানা উইকেটের সামনে রয়েছে। ক্রিকেটের নিয়ম, ব্যাটার বল মারার আগে পর্যন্ত উইকেটরক্ষককে দস্তানা উইকেটের পিছনে রাখতে হয়। বল মারার পর তিনি দস্তানা সামনে আনতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে ক্লাসেনের দস্তানা বল মারার আগেই উইকেটের সামনে ছিল। ফলে নো-বল ডাকেন আম্পায়ার। বেঁচে যান রিকেলটন।

সেই সময় ১৯ বলে ২২ রান করে খেলছিলেন রিকেলটন। তার পরে আরও চারটি বল খেলেন তিনি। পরের ওভারে যখন হর্ষল পটেলের বলে রিকেলটন আউট হয়ে ফিরছেন তখন ৩১ রান করেছেন তিনি। আগে আউট হয়ে গেলে কিছুটা হলেও চাপে পড়ত মুম্বই। কিন্তু ক্লাসেনের শিশুসুলভ ভুলে তারা খেলায় ফেরে।

এ বারের আইপিএলে আরও একটি ম্যাচে উইকেটরক্ষকের দস্তানা পরীক্ষা করে দেখেছেন আম্পায়ারেরা। লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বদোনিকে স্টাম্প আউট করেছিলেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনি। আম্পায়ারদের মনে হয়েছিল, বল ধরার আগে ধোনির দস্তানা উইকেটের সামনে এসেছিল। তৃতীয় আম্পায়ার বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু রিপ্লে-তে স্পষ্ট দেখা যায়, ধোনির দস্তানা উইকেটের পিছনেই ছিল। ফলে আউট হন বদোনি। কিন্তু রিকেলটন বেঁচে গেলেন। ক্লাসেনের ভুল বাঁচিয়ে দিল তাঁকে।

Advertisement
আরও পড়ুন