Shaheen Afridi

Shaheen Shah Afridi: পুরস্কার জিতে আফ্রিদির মুখে ভারত ম্যাচের কথা

আইসিসি-র বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে আফ্রিদির স্মৃতিতে উজ্জ্বল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর মুহূর্ত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ০৮:০২
শাহিন শাহ আফ্রিদি।

শাহিন শাহ আফ্রিদি। —ফাইল চিত্র।

গত বছর বাইশ গজে ঝড় তুলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যর গ্যারফিল্ড সোবার্স ট্রফি পেয়েছেন তিনিই। যার পরে আনন্দে ভাসছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।

তিন ধরনের ক্রিকেটেই গত বছর দারুণ খেলেছেন আফ্রিদি। ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে ২২.২০ গড় রেখে ৭৮ উইকেট শিকার করে সাড়া ফেলেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে দলকে জয় এনে দিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে সাত উইকেট নিয়ে দলকে সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করেছিলেন আফ্রিদি। টেস্টে ১৭.০৬ গড় রেখে ৯টি টেস্টে ৪৭ উইকেট নেন তিনি।

Advertisement

আইসিসি-র বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে আফ্রিদির স্মৃতিতে উজ্জ্বল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর মুহূর্ত। পাক পেসার বলেছেন, ‍‘‍‘পাকিস্তানের হয়ে যাবতীয় সেরা ম্যাচ নিজের কাছে উপভোগ্য। তবে সেরা ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরানোর মুহূর্ত।।’’

ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডারের নামাঙ্কিত ট্রফি হাতে আফ্রিদির প্রতিক্রিয়া, ‍‘‍‘আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে এই ট্রফি হাতে নিয়ে আমি আপ্লুত। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেয়ে দারুণ লাগছে।

আইসিসির বর্ষসেরাদের তালিকা: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান,বর্ষসেরা ক্রিকেটার), স্মৃতি মন্ধানা (ভারত, আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার), মহম্মদ রিজ়ওয়ান(পাকিস্তান, বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড, মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার), জ্যানেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা, আইসিসির বর্ষসেরা উঠতি পুরুষ ক্রিকেটার), ফাতিমা সানা (পাকিস্তান,আইসিসির বর্ষসেরা উঠতি মহিলা ক্রিকেটার), বাবর আজ়ম (পাকিস্তান, বর্ষসেরা পুরুষ ওয়ান ডে ক্রিকেটার), লিজ়েল লি (দক্ষিণ আফ্রিকা, বর্ষসেরা মহিলা ওয়ান ডে ক্রিকেটার), জো রুট (ইংল্যান্ড, বর্ষসেরা পুরুষ
টেস্ট ক্রিকেটার)।

Advertisement
আরও পড়ুন