India vs Australia

গাছে উঠে যশস্বীদের গোপন অনুশীলনে নজর সমর্থকদের, চোট ভারতীয় ব্যাটারের

পার্‌থে রুদ্ধদ্বার অনুশীলন করছে ভারতীয় দল। বিরাট কোহলিদের অনুশীলন দেখার জন্য গাছের ডালে উঠে পড়ছেন সমর্থকেরা। কোনও ভাবেই অনুশীলন গোপন রাখা যাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৪
cricket

(বাঁ দিকে) অনুশীলনে যশস্বী জয়সওয়াল। গাছে উঠে অনুশীলন দেখছেন সমর্থকেরা (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

পার্‌থে ভারত যেখানে অনুশীলন করছে সেই মাঠের সব দিক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তার পরেও লুকিয়ে অনুশীলন করা যাচ্ছে না। বিরাট কোহলিদের অনুশীলন দেখার জন্য গাছের ডালে উঠে পড়ছেন সমর্থকেরা। কালো কাপড়ের উপর দিয়েও উঁকি মারার চেষ্টা করছেন অনেকে।

Advertisement

দেশের মাটিতে ভারতীয় দল সাধারণত স্টেডিয়ামের ভিতরে অনুশীলন করে। কিন্তু বিদেশে খেলতে গেলে অনেক সময়ই এমন জায়গায় অনুশীলন করতে হয়, যা রাস্তা থেকে পরিষ্কার দেখা যায়। পার‌্থেও সে রকম জায়গাতেই অনুশীলন করতে হচ্ছে দলকে। সেই কারণেই কালো কাপড় দেওয়া হয়েছে। তার পরেও গোপন রাখা যাচ্ছে না সব কিছু।

সে দিকে অবশ্য তাকানোর সময় নেই ভারতীয় দলের। কঠোর অনুশীলনে ব্যস্ত তারা। প্রতিটি সেশনে ঘাম ঝরাচ্ছেন জুনিয়র থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারেরাও। বুধবারের পর বৃহস্পতিবারও নেটে দীর্ঘ ক্ষণ ব্যাট করেন কোহলি। যশপ্রীত বুমরার বল খেলেন তিনি। কিছু কিছু বল মিস্‌ করে নিজের উপরেই বিরক্ত হচ্ছিলেন কোহলি। মনঃসংযোগ ধরে রাখার চেষ্টা করছিলেন তিনি। কোহলিকে দেখে বোঝা গিয়েছে, এই সিরিজ়কে কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি। মূলত ব্যাক অফ লেংথ বল খেলেন তিনি। বেশির ভাগ বল ডিফেন্ড করার চেষ্টা করেন। কঠিন চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। কয়েকটি বলে সমস্যায় পড়লেও বেশির ভাগ বলই ব্যাটের মাঝে খেলেন কোহলি।

নেটে আগ্রাসী ব্যাট করতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। শুরুতে বেশ কয়েকটি ভাল শট খেললেও পরে সমস্যায় পড়েছেন ঋষভ পন্থ। একটি বল তাঁর গায়ে লাগে। আর একটি বলের ধাক্কায় তাঁর ব্যাট হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারেরাও অনুশীলন করেছেন। ব্যাট করার পাশাপাশি ফিল্ডিং অনুশীলন ও ফুটবল খেলতে দেখা যায় কোহলিদের। যত ক্ষণ অনুশীলন চলছিল তত ক্ষণ সেখানে ছিলেন দলের প্রধান কোচ গম্ভীর ও সহকারী কোচ অভিষেক নায়ার। ক্রিকেটারদের কোথায় সমস্যা হচ্ছে তা দেখছিলেন তাঁরা। মাঝে কিছু ক্ষণ কোহলিকে গম্ভীরের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

সরফরাজ়ের চোট— নেটে ব্যাট করার সময় চোট পেয়েছেন সরফরাজ়। কনুইয়ে হাত দিয়ে নেট থেকে বার হতে দেখা যায় তাঁকে। তার পরে আর ব্যাট করেননি সরফরাজ়। কার বলে তিনি চোট পেয়েছেন তা জানা যায়নি। তাঁর চোট কতটা গুরুতর, তা-ও জানায়নি ভারতীয় দল।

আরও পড়ুন
Advertisement