NCC U-19 Junior One Day Tournament

এনসিসি অনূর্ধ্ব-১৯ এক দিনের প্রতিযোগিতায় জয়ী শরৎ সমিতি

প্রথমে ব্যাট করে শরৎ সমিতি ২০৬ রান তোলে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে সেই রান তাড়া করতে নেমে আরএমএস ঝাড়গ্রামের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৫:৫৭
Abhishek Dalmiya

জয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অভিষেক ডালমিয়া। ছবি: সংগৃহীত।

এনসিসি অনূর্ধ্ব-১৯ এক দিনের প্রতিযোগিতার ফাইনালে আরএমএস ঝাড়গ্রামকে ৯১ রানে হারিয়ে দিল শরৎ সমিতি। ফাইনালে সেরার পুরস্কার পেয়েছেন মিতুল শাহ। ৭৫ বলে ৭৪ রান করেন তিনি। জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলার ক্রিকেট সংস্থার প্রাক্তন প্রধান এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।

Advertisement

প্রথমে ব্যাট করে শরৎ সমিতি ২০৬ রান তোলে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে সেই রান তাড়া করতে নেমে আরএমএস ঝাড়গ্রামের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে। ব্যাট হাতে মিতুল ছাড়াও শরৎ সমিতির হয়ে রান করেছেন অক্ষয় নস্কর। তিনি ৪৩ বলে ৩৭ রান করেন।

বল হাতে আরএমএস ঝাড়গ্রামের ইনিংস দ্রুত শেষ করার দায়িত্ব নেন অভিজিৎ কুমার মাহাতো। তিনি তিনটি উইকেট নেন। আরএমএস ঝাড়গ্রাম পুরো ৪৫ ওভার ব্যাট করলেও জয়ের রান তুলতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে। ম্যাচ জিতে নেয় শরৎ সমিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement