নতুন নিয়ম নিয়ে কী বললেন সচিন ফাইল ছবি
ক্রিকেটের বেশ কিছু আইনের পরিবর্তন করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগামী অক্টোবর থেকেই সেগুলি চালু হবে। এমসিসি-র এই নিয়ম বদলে সায় দিলেন সচিন তেন্ডুলকর। জানালেন, অন্তত দু’টি নতুন আইন মন থেকে সমর্থন করছেন তিনি।
এমসিসি-র দু’টি আইন পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে ‘মাঁকড়ীয় আউট’-এর বিলোপ। এখন থেকে সেটি সাধারণ রান আউট হিসেবেই গণ্য করা হবে, যা বহু বছর ধরে বিভিন্ন ক্রিকেটার বলে এসেছেন। সেই আইনের সমর্থন করেছেন সচিন। এক ভিডিয়োয় বলেছেন, ‘এমসিসি কমিটি নতুন কিছু আইন এনেছে এবং আমি তার অন্তত দু’টির সঙ্গে সহমত। প্রথমটি হল মাঁকড়ীয় আউট। বরাবরই ওই ধরনের আউটকে ‘মাঁকড়ীয়’ বলার বিপক্ষে ছিলাম। সেটাকে যে রান আউট বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আমি খুশি। আমার মতে, ওটাকে বরাবরই রান আউট ঘোষণা করা উচিত ছিল। তাই এটা আমাদের জন্যে ভাল খবর।’
Cricket is a beautiful sport. It allows us to challenge existing norms and help refine laws of the game. Some of the changes introduced by MCC are praiseworthy.#CricketTwitter pic.twitter.com/bet0pakGQM
— Sachin Tendulkar (@sachin_rt) March 9, 2022
দ্বিতীয় যে নিয়ম পরিবর্তন সচিনের সমর্থন পেয়েছে সেটি হল, ক্যাচের ক্ষেত্রে পিচের ওপারে নন-স্ট্রাইকার চলে গেলেও নতুন ব্যাটারই পরের বলে স্ট্রাইক নেবেন। সচিন বলেছেন, ‘একটি উইকেট নেওয়ার ক্ষেত্রে বোলারের যেমন কৃতিত্ব রয়েছে, তেমনই তার অধিকার রয়েছে নতুন ব্যাটারকে বল করার। নতুন আইন সে ক্ষেত্রে খুবই ভাল এবং সঠিক সিদ্ধান্ত।’