Rohit Sharma

Rohit Sharma: বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে হেরেও খুশি রোহিত!

ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে দলের খামতি ধরা পড়েছে। সেই খামতি ভরাট করে এগিয়ে যেতে চান রোহিত শর্মা। তাই হেরেও হতাশ নন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১২:২০
ম্যাচ হেরেও হতাশ হতে নারাজ রোহিত

ম্যাচ হেরেও হতাশ হতে নারাজ রোহিত ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। সূর্যকুমার যাদব ছাড়া বাকি ক্রিকেটাররা ব্যর্থ। রান পাননি বিরাট কোহলী, রোহিত শর্মারা। তার পরেও হতাশ হতে নারাজ রোহিত। উল্টে খুশি তিনি। কারণ, এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন তাঁরা। সেই শিক্ষা আগামী দিনে কাজে লাগাতে চান ভারতীয় অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন রোহিত।

ম্যাচ শেষে দলের খেলা নিয়ে বলতে গিয়ে রোহিত বলেছেন, ‘‘এখনও পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু আমরা এক জায়গায় বসে থাকতে রাজি নই। সামনের দিকে এগোতে হবে। প্রতিটা ম্যাচে আরও ভাল খেলতে হবে। সামনেই বিশ্বকাপ। তার আগে আরও ভাল দল হয়ে উঠতে হবে।’’

Advertisement

দলের কোথায় কোথায় খামতি রয়েছে তা ধরা পড়েছে ট্রেন্টব্রিজে। সেটা এক দিক থেকে ভাল বলে মনে করছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘এই ধরনের ম্যাচে চাপের মধ্যে ভাল খেলতে হয়। সেটা করতে গিয়ে অনেক খামতি বেরিয়ে আসে। কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটা দেখতে পাচ্ছি। এই হার দলের কাছে শিক্ষার। এই শিক্ষা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে।’’

দল হারলেও সূর্যকুমারের শতরানে মুগ্ধ রোহিত। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন দু’জনে। সেই সুবাদে বেশ কয়েক বছর ধরে সূর্যকে দেখছেন রোহিত। দিন দিন সূর্য আরও পরিণত হয়ে উঠছেন বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেছেন, ‘‘আমি ওকে বেশ কয়েক বছর ধরে দেখছি। ও টি-টোয়েন্টি খেলতে ভালবাসে। মাঠের সব দিকে বড় শট খেলতে পারে। আগে থেকে বোঝা যায় না কোথায় মারবে। প্রতি দিন আরও পরিণত হচ্ছে সূর্য। ম্যাচ শেষ করার চেষ্টা করছে। ও দলের সম্পদ। আশা করছি আরও অনেক বছর ও ভারতের হয়ে এ রকম ক্রিকেট খেলবে।’’

আরও পড়ুন
Advertisement