ICC ODI World Cup 2023

দিল্লিতে জিতেও রোহিতের মুখে ‘দিল্লি এখনও অনেক দূর’

দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান করেছেন রোহিত শর্মা। গড়েছেন বেশ কয়েকটি বিশ্বরেকর্ড। কিন্তু ম্যাচ জিতেও অন্য লক্ষ্যের কথা শোনা গেল ভারত অধিনায়কের গলায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২১:৩৪
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করেছেন রোহিত শর্মা। তাঁর ১৩১ রানে ভর করে সহজেই জিতেছে ভারত। এই ইনিংসে তিনটি বিশ্বরেকর্ড করেছেন রোহিত। কিন্তু এখন নিজের রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন ভারত অধিনায়ক। তাঁর লক্ষ্য দলের জয়। বিশ্বকাপ জিততে চান ভারত অধিনায়ক। অন্য কোনও নজির নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে রোহিত। তার পরে ভারত অধিনায়ককে তাঁর রেকর্ডের কথা জানানো হলে তিনি বলেন, ‘‘রেকর্ড করলে সব সময়ই ভাল লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। পর পর দুটো ম্যাচ জিতে ভাল লাগছে।’’

আগের ম্যাচে রান পাননি রোহিত। এই ম্যাচে শতরান করেছেন। রোহিত জানিয়েছেন, তিনি চাইছিলেন একটি বড় ইনিংস খেলতে। সেটাই হয়েছে। রোহিত বলেন, ‘‘বিশ্বকাপে শতরান করা সব সময়ই আনন্দের। আমি ভালই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রান তাড়া করতে নেমে উইকেটের সব দিকে খেলেছেন রোহিত। মেরেছেন ১৬টি চার ও ৫টি ছক্কা। তার মধ্যে বেশ কিছু শট আগে থেকেই ভেবে রেখেছিলেন রোহিত। তিনি বলেন, ‘‘আমি কিছু শট আগে থেকেই ভেবে রেখেছিলাম। কিছু শট বল অনুযায়ী খেলেছি। উইকেটে সময় কাটাতে চেয়েছিলাম। দিল্লির উইকেটে ব্যাট করা অনেক সহজ। শিশির পড়ায় কাজটা সহজ হয়ে গিয়েছিল।’’

আরও পড়ুন
Advertisement