Indian Cricket team

দুই সতীর্থকে ‘নোংরা’ বললেন রোহিত, তাঁদের সঙ্গে এক ঘরে থাকতে চান না ভারত অধিনায়ক

শ্রেয়সকে নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন দুই সতীর্থের সঙ্গে এক ঘরে থাকতে পারবেন না। তাঁরা নাকি ঘর নোংরা করে রাখেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৪:১০
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দু’জন সতীর্থের সঙ্গে কখনও এক ঘরে থাকেন না রোহিত শর্মা। কারণ তাঁরা ঘর নোংরা করে রাখেন। একটি অনুষ্ঠানে রোহিত এবং শ্রেয়স আয়ার গিয়েছিলেন। সেখানেই দুই সতীর্থের সঙ্গে থাকতে চান না বলে জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও তাঁদের সঙ্গে এক ঘরে থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Advertisement

খ্যাতনামী কৌতুকশিল্পী কপিল শর্মার অনুষ্ঠানে শ্রেয়সকে নিয়ে গিয়েছিলেন রোহিত। সেখানে নানা প্রশ্ন করা হয় কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলের অধিনায়ককে। রোহিতকে জিজ্ঞেস করা হয়, কোন সতীর্থদের সঙ্গে এক ঘরে থাকতে চান না? উত্তরে রোহিত বলেছেন, ‘‘এখন সবাই আলাদা ঘর পায়। এক ঘরে থাকতে হয় না আমাদের। তা-ও যদি কখনও ভাগাভাগি করে থাকতে হয়, তা হলে দু’জনের সঙ্গে এক ঘরে থাকব না। এক জন শিখর ধাওয়ান এবং দ্বিতীয় জন ঋষভ পন্থ। ওরা খুব খুব অগোছালো ভাবে থাকে। নোংরা করে রাখে ঘর। অনুশীলন থেকে ফিরে ঘামে ভেজা জামাকাপড় বিছানায় ছড়িয়ে রেখে দেয়।’’

রোহিত জানিয়েছেন ধাওয়ান এবং শ্রেয়স ঘর পরিষ্কার করতেও দেন না হোটেল কর্মীদের। তিনি বলেছেন, ‘‘ঘরের দরজায় ‘বিরক্ত করবেন না’ বোর্ড ঝুলিয়ে দুপুর ১টা পর্যন্ত ঘুমোয় ওরা। হোটেলের কর্মীরা সকালে ঘর পরিষ্কার করতে পারে না। ওদের ঘরে তিন-চার দিন ধরে সব কিছু ছড়িয়ে-ছিটিয়ে থাকে। অন্য কেউ থাকলে তার সমস্যা হয়। মনে হয় না ওদের সঙ্গে আমি এক ঘরে থাকতে পারব।’’

কথাপ্রসঙ্গে এসেছে গত এক দিনের বিশ্বকাপে ফাইনালের হার। এ নিয়ে রোহিত বলেছেন, ‘‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েও জিততে পারলাম না আমরা। মনে হত দেশের মানুষ নিশ্চয়ই আমাদের উপর খুব রেগে আছে। কিন্তু লক্ষ্য করলাম আমরা কতটা ভাল পারফর্ম করেছি, সেটা নিয়েই আলোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা। বুঝতে পারলাম, জিততে না পারলেও তাঁরা আমাদের খেলা উপভোগ করেছেন।’’

আরও পড়ুন
Advertisement