Rohit Sharma

আরও একটি সেঞ্চুরির দরজায় রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই ছোঁবেন মাইলফলক

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে রোহিত। রবিবার লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন কীর্তি গড়বেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১০:২৫
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার টস করলেই আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করবেন রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে দেশকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। ক্রিকেট বিশ্বে এমন কৃতিত্ব রয়েছে আরও ৪৮ জনের।

Advertisement

জস বাটলারদের বিরুদ্ধে সপ্তম ভারতীয় হিসাবে দেশকে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। গত রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল অধিনায়ক হিসাবে রোহিতের ৯৯তম। ২৯ অক্টোবর লখনউয়ে টস করার সঙ্গে সঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করবেন আরও একটি সেঞ্চুরি। এখনও পর্যন্ত রোহিত ভারতকে নেতৃত্ব দিয়েছেন ন’টি টেস্ট, ৩৯টি এক দিনের ম্যাচ এবং ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে। বিশ্বের ৪৯তম ক্রিকেটার হিসাবে দেশকে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন রোহিত।

ভারতের আরও ছ’জন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। ভারতকে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মোট ৩৩২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি ২২১টি ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন। তৃতীয় স্থানে বিরাট কোহলি। তিনি ২১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে। সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। ১৯৬ ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়। তাঁরা যথাক্রমে ১০৮টি এবং ১০৪টি এক দিনের ম্যাচে অধিনায়ক ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement