রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে একাধিক ধাক্কা ভারতীয় শিবিরে। নীতীশ কুমার রেড্ডির পর চোটের জন্য শনিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন রিঙ্কু সিংহ। তৃতীয় ম্যাচেও খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোমরে চোট পেয়েছেন রিঙ্কু। পরিবর্ত হিসাবে ভারতীয় দলে নেওয়া হয়েছে কেকেআরের আর এক ক্রিকেটার রমনদীপ সিংহকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় কোমরে চোট পেয়েছে রিঙ্কু সিংহ। বোর্ডের চিকিৎসকেরা তাঁকে দেখছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছে রিঙকু। সিরিজ়ের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলতে পারবে না রিঙ্কু।’’
নীতীশ কুমার রেড্ডি এবং অভিষেক শর্মাও দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন চোটের জন্য। একসঙ্গে তিন ক্রিকেটারের চোট নিশ্চিত ভাবে ভারতীয় দলের জন্য বড় সমস্যা। প্রথম ম্যাচে তিন জনই ছিলেন প্রথম একাদশে। ফলে চেন্নাইয়ের ২২ গজে জয়ী দল ধরে রাখতে পারবেন না গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা। নীতীশের পেশিতে চোট লেগেছে। অভিষেকের পা মচকে গিয়েছে।