BGT 2024-25

অস্ট্রেলিয়ার টিকিট কেটে ফেলেছিলেন, পুত্রের খেলা দেখা হল না অশ্বিনের বাবার

অশ্বিনের অবসর তাঁর পরিবারের কাছেও ছিল আকস্মিক। বর্ডার-গাওস্কর ট্রফির শেষ দু’টি টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল তাঁর বাবা রবিচন্দ্রনের। শেষ মুহূর্তে বাতিল করেন পরিকল্পনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:০২
picture of Ravichandran Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসর শুধু ক্রিকেটপ্রেমীদের নয়, বিস্মিত করেছে তাঁর পরিবারকে। কেউই আগে কিছু জানতেন না। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দু’টি টেস্ট দেখতে যাওয়ার প্রস্ততি নিয়েছিলেন অশ্বিনের বাবা রবিচন্দ্রন। ছেলের অবসরের খবর শুনে শেষ মুহূর্তে বাতিল করেন পরিকল্পনা।

Advertisement

অশ্বিনের অবসরের খবর পেয়ে এক রকম বোমা ফাটিয়েছিলেন রবিচন্দ্রন। তিনি দাবি করেছিলেন, বার বার অপমানিত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন তাঁর ক্রিকেটার ছেলে। বিতর্ক তৈরি হওয়ায় এবং পরিস্থিতি সামাল দিতে তাঁর বাবাকে বিরক্ত না করার আর্জি জানিয়েছেন অশ্বিন। তবে অশ্বিনের অবসর যে তাঁর পরিবারের কাছেও আকস্মিক, তা প্রকাশ্যে চলে এসেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্ডার-গাওস্কর ট্রফির শেষ দু’টি টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল রবিচন্দ্রনের। ছেলের সম্ভবত শেষ অস্ট্রেলিয়া সফরে মাঠে হাজির থাকতে চেয়েছিলেন তিনি। সব প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। মেলবোর্ন এবং সিডনি টেস্টের টিকিটও কেটেছিলেন। কিন্তু অশ্বিন হঠাৎ অবসর নেওয়ায় শেষ মুহূর্তে সেই টিকিট বাতিল করে দিয়েছেন রবিচন্দ্রন।

অবসরের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণার কিছু ক্ষণ আগে ব্রিসবেন থেকে ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন অশ্বিন। শোনার পর রবিচন্দ্রন ছেলেকে আরও এক বার ঠান্ডা মাথায় ভাবার অনুরোধও করেছিলেন। কিন্তু অশ্বিন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি দলের সঙ্গে মেলবোর্নেও যাচ্ছেন না। ব্রিসবেন থেকেই চেন্নাইয়ের বিমানে উঠবেন। ছেলের সিদ্ধান্ত জানার পর তখন আর কথা বাড়াননি অশ্বিন। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দু’টি টেস্ট ম্যাচের টিকিট বাতিল করে দেন।

Advertisement
আরও পড়ুন