Ravi Shastri

Ravi Shastri: ইদের দিনে শামিকে বিরিয়ানি খেতে নিষেধ করলেন শাস্ত্রী, সিরাজকে বললেন দু’বার খেতে

দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ। ভারতীয় দলের দুই পেসারের সঙ্গে সেই ইদের শুভেচ্ছাই ভাগ করে নিয়েছেন শাস্ত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৬:৫৮

—ফাইল চিত্র

ইদের দিনে ভারতীয় দলের দুই পেসারকে শুভেচ্ছা জানালেন রবি শাস্ত্রী। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে দেওয়া শুভেচ্ছা বার্তায় এক জনকে বিরিয়ানি খেতে নিষেধ করলেন তিনি। অন্য জনকে বলেন দু’বার বিরিয়ানি খেতে।

আইপিএলে মঙ্গলবার গুজরাত টাইটান্সের খেলা রয়েছে। সেই দলে রয়েছেন শামি। ম্যাচ রয়েছে বলে শামিকে বিরিয়ানি খেতে বারণ করলেন শাস্ত্রী। সিরাজ খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। সেই দলের খেলা নেই মঙ্গলবার। সেই কারণেই তাঁকে দু’বার বিরিয়ানি খেতে উপদেশ দিলেন শাস্ত্রী।

নেটমাধ্যমে শাস্ত্রী দুই ভারতীয় পেসারের ছবি পোস্ট করে লেখেন, ‘ইদ মুবারক। শামির আজ ম্যাচ আছে, বিরিয়ানি বাদ। সিরাজ তুমি দু’বার খেয়ে নিয়ো।’

Advertisement

দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ। ভারতীয় দলের দুই পেসারের সঙ্গে সেই ইদের শুভেচ্ছাই ভাগ করে নিয়েছেন শাস্ত্রী।

আরও পড়ুন
Advertisement