SRH

IPL: ৪ কোটি টাকা নিয়ে উইলিয়ামসন-রশিদ ঝামেলা! আইপিএল-এ ফের বিতর্কে হায়দরাবাদ

ওয়ার্নার বিতর্কের পর ফের বিতর্ক মাথাচাড়া দিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদে। আইপিএল নিলামের আগে বিতর্ক হতে পারে উইলিয়ামসন ও রশিদকে নিয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৪:০৩
বিতর্ক হতে পারে দুই বিদেশি কেন উইলিয়ামসন ও রশিদ খানকে নিয়ে।

বিতর্ক হতে পারে দুই বিদেশি কেন উইলিয়ামসন ও রশিদ খানকে নিয়ে। —ফাইল চিত্র

ডেভিড ওয়ার্নার বিতর্কের পর আরও একটি বিতর্ক মাথাচাড়া দিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদে। আইপিএল নিলামের আগে বিতর্ক হতে পারে তাদের দুই বিদেশি কেন উইলিয়ামসন ও রশিদ খানকে নিয়ে। দু’জনের পারিশ্রমিকে ৪ কোটি টাকার তফাৎ হয়ে যাচ্ছে। এই কারণেই সমস্যা।

কাকে এক নম্বর ক্রিকেটার হিসেবে দলে রাখবে হায়দরাবাদ, তাই নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে। একটি সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি নিজেরা উইলিয়ামসনকে রাখতে চাইছে। অধিনায়কই এই তালিকায় তাদের প্রথম পছন্দের ক্রিকেটার। তাদের দ্বিতীয় পছন্দ রশিদ। এ বার রশিদ প্রশ্ন তুলেছেন, কেন তিনি প্রথম পছন্দ হবেন না?

নিয়ম অনুযায়ী, যিনি এক নম্বর হিসেবে থেকে যাবেন, তাঁর পারিশ্রমিক বেশি হবে। ফলে রশিদ যদি দ্বিতীয় পছন্দ হিসেবে থেকে যান, তবে তিনি উইলিয়ামসনের থেকে ৪ কোটি টাকা কম পাবেন। এটাই মানতে পারছেন না আফগানিস্তানের এই স্পিনার।

Advertisement

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্তারা প্রবল ভাবে চাইছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার তাঁদের দলে থেকে যান। তারা রশিদকে বোঝানোর চেষ্টা করছেন দ্বিতীয় পছন্দ হিসেবে দলে থাকলেও তিনি কী কী সুবিধে পাবেন। ৩০ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে হায়দরাবাদের হাতে। তার মধ্যে সমস্যার সমাধান না হলে রশিদকে ছেড়ে দিতে হবে। নিলামে চলে যাবেন তিনি।

Advertisement
আরও পড়ুন