Mumbai Cricket

Ranji Trophy 2022: সরফরাজের শতরান, রঞ্জি ফাইনালে দিনের শেষে কারা এগিয়ে

প্রথম দিনে মুম্বই করেছিল ২৪৮ রান। দ্বিতীয় দিনে তারা শেষ করল ৩৭৪ রান। ব্যাট হাতে মধ্যপ্রদেশ দ্বিতীয় দিনের শেষে ১২৩/১।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৮:২৫
শতরান করেন সরফরাজ।

শতরান করেন সরফরাজ। —ফাইল চিত্র

প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল মুম্বই। দ্বিতীয় দিনের সকালে সেখান থেকে দলকে নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেন সরফরাজ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে আটটি শতরান হয়ে গেল এই মুম্বইকরের। মুম্বই তোলে ৩৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ১২৩/১। ফলে জমে গিয়েছে এ বারের রঞ্জি ট্রফি ফাইনাল।

সরফরাজ ২৪৩ বলে ১৩৪ রান করেন। ১৩টি চার এবং দু’টি ছয় মারেন তিনি। সরফরাজ রান করলেও তাঁকে কোনও ব্যাটার সে ভাবে সঙ্গ দিতে পারেননি। মধ্যপ্রদেশের হয়ে চার উইকেট তুলে নেন গৌরব যাদব। তিনটি উইকেট নেন অনুভব অগ্রবাল। দু’টি উইকেট নেন সারাংশ জৈন। একটি নিয়েছেন কুমার কার্তিকেয়। ৪১ ওভার বল করে ১৩৩ রান দিয়েছেন তিনি।

Advertisement

ব্যাট করতে নেমে হিমাংশু জৈন ৩১ রানে আউট। ক্রিজে রয়েছেন ওপেনার যশ দুবে এবং তিন নম্বরে নামা শুভম শর্মা। যশ অপরাজিত ৪৪ রানে, শুভম খেলছেন ৪১ রানে। মধ্যপ্রদেশের এখনও ২৫১ রান প্রয়োজন প্রথম ইনিংসে মুম্বইকে টপকে যেতে। মুম্বইয়ের হয়ে এক মাত্র উইকেটটি নিয়েছেন তুষার দেশপাণ্ডে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন