আকাশদের দিকে তাকিয়ে বাংলা। —ফাইল চিত্র
তিন নম্বরে নামা জাডেজার উইকেট নিলেন মুকেশ। শেষ বেলায় তাঁর বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে জমা দেন জাডেজা।
এখনও সেই এক উইকেট। ১৫ ওভার শেষে সৌরাষ্ট্র তুলে নিল ৭৩ রান। আর ১০১ রানে পিছিয়ে তারা।
একটি মাত্র উইকেট হারিয়ে ১০ ওভারে ৫৭ রান তুলে নিল সৌরাষ্ট্র। আকাশের নেওয়া এক উইকেটই এখনও পর্যন্ত বাংলার বোলারদের সাফল্য। সেই উইকেটের ক্ষেত্রেও ব্যাটারের ভুল অনেকটাই দায়ী।
ওপেনার জয় গোহিলকে ফিরিয়ে দিলেন আকাশ। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে ফেলেন জয়। বল এসে লাগে উইকেটে। বোল্ড হন জয়।
প্রথম ইনিংসে বাংলা শেষ মাত্র ১৭৪ রানে। শাহবাজ় এবং অভিষেকের অর্ধশতরান থাকায় তবুও কিছুটা লড়াই করার মতো জায়গা পাবেন বাংলার বোলাররা।
তৃতীয় সেশনের শুরুতেই আউট আকাশ। সহজ ক্যাচ দিলেন উনাদকটের হাতে।
শাহবাজ়ের সঙ্গে অভিষেকের ১০০ রানের জুটি বাংলাকে লড়াইয়ের একটা জায়গা তৈরি করে দিয়েছিল। কিন্তু চা বিরতিতে যাওয়ার আগের বলে শাহবাজ় আউট হয়ে যাওয়ায় সেই জুটি ভেঙে গেল। ৬৯ রান করে আউট শাহবাজ়। ৪৭ রানে এখনও অপরাজিত অভিষেক।
চার মেরে অর্ধশতরান করলেন শাহবাজ়। তাঁর ব্যাটেই কিছুটা পাল্টা লড়াই করছে বাংলা। শাহবাজ় এবং অভিষেক বাংলার দুই বাঁহাতি ব্যাটার লড়ছেন ইডেনের সবুজ পিচে।
মধ্যাহ্নভোজের পরে ভাল খেলছেন শাহবাজ়। পর পর চারটি বাউন্ডারি মারলেন।
ফাইনালের শুরুটা ভাল হল না বাংলার জন্য। ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছেন মনোজরা। প্রথম দিকের কোনও ব্যাটারই টিকতে পারলেন না। দুই বাঁহাতি ব্যাটার শাহবাজ় এবং অভিষেক মিলে কিছুটা লড়াই করার চেষ্টা করছেন। ৭৮ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলা।
হঠাৎ নিজের উইকেটটা উপহার দিয়ে এলেন আকাশ ঘটক। ইডেনের কঠিন পিচে যখন ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছে, সেই সময় ৪৮টি বল খেলার পর হঠাৎ পুল করতে গিয়ে ক্যাচ দিলেন আকাশ ঘটক। তাঁর এমন ব্যাটিং বাংলার চাপ অহেতুক বাড়িয়ে দিল।
অভিজ্ঞ ব্যাটাররা আউট হয়ে গিয়েছে। সৌরাষ্ট্রের তিন পেসার মিলে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলার। ২০ ওভারে উঠেছে ৬১ রান। কিন্তু দলের অর্ধেক ব্যাটিং আউট হয়ে যাওয়ায় চিন্তার মেঘ কাটার কোনও লক্ষণ এখনই দেখছে না বাংলা।
৫ উইকেট চলে গেল বাংলার। ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন অনুষ্টুপ। কিন্তু তিনিও আউট।
ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন অনুষ্টুপ মজুমদার এবং আকাশ ঘটক। ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাকে বাঁচানোর দায়িত্ব এখন অভিজ্ঞ অনুষ্টুপের হাতে। ১০ ওভার শেষে ২৮ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলা।
৪ উইকেট হারিয়ে রঞ্জি ফাইনালে ধুঁকছে বাংলা। একের পর এক উইকেট হারাচ্ছে তারা। টস হারাই বিপদ হল বাংলার। ম্যাচ শুরুর ৩০ মিনিটের মধ্যেই বাংলার চার ব্যাটার আউট। ৫ ওভারে ১৭ রান করেছে বাংলা।
রাউন্ড দ্য উইকেট বল করতে এসেই মনোজের উইকেট তুলে নিলেন উনাদকট। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়ালেন মনোজ। স্লিপে ক্যাচ দিলেন বাংলার অধিনায়ক।
ইডেনের পিচে প্রচুর ঘাস। টস জিতলে যে কোনও দলই প্রথমে বল করার সিদ্ধান্ত নিত। সৌরাষ্ট্র সেটাই করেছে। তাদের দুই বাঁহাতি পেসার আক্রমণ শুরু করেছেন।
বোল্ড সুদীপ। সাকারিয়ার বলে আউট হলেন তিনি।
চেতন সাকারিয়ার বলে স্লিপে ক্যাচ দিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা সুমন্ত।
উনাদকটের প্রথম ওভারেই আউট অভিমন্যু।