NCC Cricket Tournament 2025

এনসিসি ক্রিকেটে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর, ফাইনালে সুপার ওভারে ৯ রানে হার আলিপুরদুয়ারের

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আলিপুরদুয়ারের অধিনায়ক দেবী প্রসাদ রায়। তারা ১৯.৩ ওভারে ১৩০ রান করে। জবাবে পূর্ব মেদিনীপুরের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৩০ রানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ২১:৪৬
picture of cricket

পূর্ব মেদিনীপুর ড্রাগনসের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। ছবি: সংগৃহীত।

এনসিসি ক্রিকেট প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি ফাইনালে আলিপুরদুয়ার ঠান্ডার্সকে হারাল পূর্ব মেদিনীপুর ড্রাগনস। ২০ ওভারে দু’দলই ১৩০ রান করায় চ্যাম্পিয়ন নির্ধারিত হল সুপার ওভারে। সুপার ওভারে পূর্ব মেদিনীপুরের শুভ গুছাইত একাই করেন ১৬ রান। জবাবে আলিপুরদুয়ার ৭ রানের বেশি করতে পারেনি। সুপার ওভারে ৯ রানে জিতে চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর।

Advertisement

প্রথমে ব্যাট করে আলিপুরদুয়ার ১৯.৩ ওভারে ১৩০ রান করে। সুজিত বিশ্বাস ২৫ বলে ২৮ রান করেন। শুভদীপ শর্মা করেন ২৬ বলে ১৮ রান। এ ছাড়া মালি ১৬ এবং আলমান্ডা ১৩ রান করেন। জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পূর্ব মেদিনীপুর ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শেষ দিকে রোহিত মন্ডলের ১৪ বলে ১৯ রান এবং শঙ্কর পানিগ্রাহির ১১ বলে ২২ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানে শেষ হয় পূর্ব মেদিনীপুরের ইনিংস। শেষ পর্যন্ত সুপার ওভারে ফাইনালের নিষ্পত্তি হয়।

বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৪৯৬ রান করে সেরা ব্যাটারের পুরস্কার পেয়েছেন দার্জিলিং আনস্টপেবলের নিলেশ রাই। আলিপুরদুয়ারের দেবী প্রসাদ রায় ১২ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন। ব্যাট হাতে ২৯৭ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হয়েছেন দেবী। ১৯ রান করে এবং ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা হয়েছেন পূর্ব মেদিনীপুরের রোহিত। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে দার্জিলিং।

Advertisement
আরও পড়ুন