Yuzvendra Chahal's Record in IPL 2025

আইপিএলে নজির চহলের, কলকাতাকে হারিয়ে কেকেআরেরই নারাইনকে ছুঁলেন পঞ্জাবের স্পিনার

আইপিএলে নজির গড়েছেন পঞ্জাব কিংসের স্পিনার যুজবেন্দ্র চহল। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কেকেআরেরই স্পিনার সুনীল নারাইনকে ছুঁয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:৫১
cricket

উইকেট নিয়ে উল্লাস যুজবেন্দ্র চহলের। ছবি: রয়টার্স।

হেরে যাওয়া ম্যাচে একার কাঁধে জিতিয়েছেন যুজবেন্দ্র চহল। কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারকে ভেঙে দিয়েছেন পঞ্জাব কিংসের স্পিনার। মাত্র ১১১ রান করেও চহলের দাপটে কেকেআরকে ১৬ রানে হারিয়েছে পঞ্জাব। এই ম্যাচের পর নজির গড়েছেন চহল। কেকেআরকে হারিয়ে কলকাতারই স্পিনার সুনীল নারাইনকে ছুঁয়েছেন তিনি।

Advertisement

কেকেআরের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন চহল। আইপিএলে আট বার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। এই কীর্তি একমাত্র নারাইনের রয়েছে। দু’জনেই সাত বার ৪ উইকেট নিয়েছেন। এক বার ৫ উইকেট নিয়েছেন। অর্থাৎ, চহলই একমাত্র ভারতীয় বোলার যাঁর এই কীর্তি রয়েছে।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা। আইপিএলে সাত বার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। ছ’বার এই কীর্তি করেছেন কাগিসো রাবাডা। তিনিও এ বারের আইপিএলে পঞ্জাবেই রয়েছেন। তবে পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। তালিকায় দ্বিতীয় ভারতীয় অমিত মিশ্র। আইপিএলে পাঁচ বার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি।

কলকাতার বিরুদ্ধে চার ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চহল। তার মধ্যে শেষ ওভারে ১৬ রান দিয়েছেন তিনি। নইলে প্রথম তিন ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথমে কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানেকে আউট করেন চহল। তার পরে তিনি ফেরান অঙ্গকৃশ রঘুবংশীকে। তৃতীয় ওভারে পর পর দু’বলে রিঙ্কু সিংহ ও রমনদীপ সিংহকে ফেরান চহল। সেই ধাক্কা সামলাতে পারেনি কেকেআর। কলকাতার বিরুদ্ধে অবশ্য বরাবর ভাল বল করেন চহল। আগেও দু’বার এই দলের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তৃতীয় বারও সেটাই করে দেখালেন ডানহাতি স্পিনার।

Advertisement
আরও পড়ুন