IPL 2025

১৬ রানে জিতে দু’শব্দের খোঁচা! মর্যাদার লড়াইয়ে জয়ী হয়ে ‘বিতাড়িত’ শ্রেয়সের বার্তা কেকেআরকে

মঙ্গলবার ব্যাট হাতে কেকেআরকে জবাব দিতে পারেননি শ্রেয়স আয়ার। তবে তাঁর চতুর নেতৃত্বের ফাঁদে আটকে গিয়েছেন অজিঙ্ক রাহানেরা। ১১১ রানের পুঁজি নিয়েও ১৬ রানে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব কিংস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২০:১৮
Picture of Shreyas Iyer

শ্রেয়স আয়ার। ছবি: বিসিসিআই।

কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচ ছিল মর্যাদার লড়াই। গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার শ্রেয়সকে আর রাখেননি কেকেআর কর্তৃপক্ষ। মঙ্গলবার হাড্ডাহাড্ডি ম্যাচে কেকেআরকে ১৬ রানে হারিয়েছে শ্রেয়সের পঞ্জাব। তার পর পুরনো দলকে উদ্দেশ করে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন পঞ্জাব অধিনায়ক।

Advertisement

কেকেআরকে হারানোর পর সমাজমাধ্যমে শ্রেয়স পঞ্জাবিতে লিখেছেন, ‘‘চারদি কালা’। বাংলায় এর অর্থ, যে শক্তি ক্রমশ বাড়ছে। সঙ্গে পঞ্জাবের ক্রিকেটারদের উচ্ছ্বাসের বেশ কয়েকটি ছবিও দিয়েছেন শ্রেয়স। শ্রেয়সের দু’শব্দের এই বার্তাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। অনেকে মনে করছেন, কেকেআর কর্তৃপক্ষকে খোঁচা দিয়েছেন পঞ্জাব অধিনায়ক। শ্রেয়স হয়তো বুঝিয়ে দিয়েছেন, কেকেআর তাঁকে না রাখলেও নতুন দল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। পঞ্জাবকে আইপিএলের নতুন শক্তি হিসাবে তৈরি করতে চান।

তিক্ত অতীত ভুলে সামনে এগোতে চাইছেন শ্রেয়স। নতুন দলের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তাঁর। মঙ্গলবার ব্যাট হাতে কেকেআরকে জবাব দিতে পারেননি শ্রেয়স। তবে তাঁর চতুর নেতৃত্বের ফাঁদে আটকে ১১২ রানের লক্ষ্যে পৌঁছোতে পারেননি অজিঙ্ক রাহানেরা।

Advertisement
আরও পড়ুন