রোহিত শর্মা। —ফাইল চিত্র
আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জিতে গিয়েছে ভারত। ফলে বুধবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচকেও হালকা ভাবে নিচ্ছেন না রোহিত শর্মারা। তাঁদের লক্ষ্য সিরিজ় চুনকাম। সেই লক্ষ্যে তৃতীয় ম্যাচে ভারতীয় দলে জোড়া বদল হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা— প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি। কিন্তু অধিনায়ক হিসাবে সফল রোহিত। তৃতীয় ম্যাচেও খেলবেন তিনি। এই ম্যাচে ব্যাটে রান চাইছেন রোহিত।
যশস্বী জয়সওয়াল— দ্বিতীয় ম্যাচে দলে ফিরেই অর্ধশতরান করেছেন। তৃতীয় ম্যাচেও রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন তিনি।
বিরাট কোহলি— দ্বিতীয় ম্যাচে দলে ফিরে শুরুটা ভাল করেছিলেন। কিন্তু বড় রান করতে পারেননি। তৃতীয় ম্যাচে সেটা করতে চাইবেন বিরাট।
শিবম দুবে— প্রথম দুই ম্যাচেই অর্ধশতরান করেছেন। সঙ্গে বল হাতে উইকেটও নিয়েছেন। নিজের ফর্ম তৃতীয় ম্যাচেও ধরে রাখতে চাইবেন এই বাঁ হাতি অলরাউন্ডার।
সঞ্জু স্যামসন— প্রথম দুই ম্যাচে খেলেননি। সিরিজ় জিতে যাওয়ায় তৃতীয় ম্যাচে জীতেশ শর্মার বদলে খেলতে পারেন সঞ্জু।
রিঙ্কু সিংহ— ভারতের নতুন ফিনিশার। শেষ দিকে ব্যাট হাতে ভাল খেলেন। পাশাপাশি ভাল ফিল্ডার তিনি। খেলবেন ভারতের প্রথম একাদশে।
অক্ষর পটেল— প্রথম দুই ম্যাচে ভাল বল করেছেন। ব্যাটও করতে পারেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে অক্ষরকেই দেখা যাবে ভারতীয় দলে।
ওয়াশিংটন সুন্দর— প্রথম দুই ম্যাচে ভারতের তৃতীয় অলরাউন্ডার হিসাবে খেলেছেন। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটও ভালই করেন সুন্দর। তাই তিনিও তৃতীয় ম্যাচে খেলবেন।
রবি বিষ্ণোই— দ্বিতীয় ম্যাচে ভাল বল করেছেন। কুড়ি-বিশের ক্রিকেটে বিষ্ণোইয়ের উপর ভরসা রাখছে দল। তাই তৃতীয় ম্যাচেও খেলবেন তিনি।
আবেশ খান— প্রথম দুই ম্যাচে খেলেননি আবেশ। দ্বিতীয় ম্যাচে খুব একটা ভাল বল করতে পারেননি মুকেশ কুমার। তাই তৃতীয় ম্যাচে বসতে হতে পারে মুকেশকে। খেলতে পারেন আবেশ।
আরশদীপ সিংহ— বাঁ হাতি আরশদীপ প্রথম দুই ম্যাচে ভাল খেলেছেন। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও ভাল বল করতে পারেন তিনি। তাই আবেশের সঙ্গী হিসাবে আরশদীপকেই দেখা যাবে।