পাকিস্তানের মহম্মদ আমির। ছবি: সমাজমাধ্যম।
২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে আইপিএলে খেলার অনুমতি নেই পাকিস্তানের ক্রিকেটারদের। পহেলগাঁও কাণ্ডের পর দু’দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এর মধ্যেই মহম্মদ আমির জানালেন, তিনি সুযোগ পেলে আইপিএলে খেলতে চান। নিজের দেশের বোর্ডের বিরুদ্ধে উপেক্ষিত হওয়ার অভিযোগও তুলেছেন এই জোরে বোলার।
এই মুহূর্তে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন আমির। তার ফাঁকেই সে দেশের এক সংবাদমাধ্যমে বলেছেন, “সত্যি বলতে, সুযোগ পেলে আইপিএলে খেলতে চাই। সবার সামনে এই কথাগুলো বলছি। যদি আইপিএলে সুযোগ না পাই তবেই পিএসএলে খেলব। পরের বছর আমার কাছে আইপিএলে খেলার সুযোগ চলে আসবে। খেলতে পারলে কেন খেলব না?”
আমিরের সংযোজন, “মনে হয় না পরের বছর আইপিএল আর পিএসএল একই সময়ে হবে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গন্ডগোল হয়েছে। তবে পিএসএলে আগে সুযোগ পেলে নাম তুলে নেওয়ার উপায় নেই। তা হলে নির্বাসিত হতে হবে।”
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে যে ব্যবহার করেছে তাতেও খুশি নন আমির। খারাপ আচরণের জন্যই গত বছরের শেষ দিকে তিনি অবসর নিয়েছেন বলে দাবি আমিরের।
পাক পেসারের কথায়, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের উপেক্ষা করছিল। বিশ্বকাপের পর বোর্ডের কেউ আমার সঙ্গে কথা বলেনি। ভবিষ্যতে খেলব কি না, সেই নিয়েও কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। যে বোঝার সে ঠিক বুঝে যাবে। দেশের পরিকল্পনায় না থাকলে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। আমি সেটাই করেছি।”