বাবর আজ়ম। —ফাইল চিত্র।
বিশ্বকাপ শুরু হয়ে গেল পাকিস্তানের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছেন বাবর আজ়মেরা। ভারতে এসে থেকে হায়দরাবাদেই রয়েছে পাকিস্তান। দলের প্রায় সকলেই এই প্রথম ভারতে এসেছেন। কেমন আছেন তাঁরা এ দেশে? কী কী অসুবিধার সামনে পড়তে হয়েছে এখনও পর্যন্ত? নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে জানালেন পাকিস্তানের অধিনায়ক।
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ গত কয়েক বছর ধরে। একই কারণে এক দেশের খেলোয়াড়েরা অন্য দেশে গেলে কিছুটা চাপে থাকেন। কেমন ব্যবহার করা হবে বা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এ সব নিয়ে চিন্তায় থাকেন দু’দেশের খেলোয়াড়েরা। রাজনৈতিক বিরোধিতার প্রভাব নিয়ে থাকে উদ্বেগ। বাবরদের এখনও খারাপ কোনও অভিজ্ঞতা হয়নি। তেমনই জানিয়েছেন পাক অধিনায়ক।
বাবর বলেছেন, ‘‘না, আমাদের কোনও সমস্যা নেই। এখানে আমাদের সব সময় খেয়াল রাখা হচ্ছে। দলের সবাই এই সফর দারুণ উপভোগ করছি।’’ হোটেল হোক বা অনুশীলন— সর্বত্রই সব সময় তাঁদের খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের আতিথেয়তায় মুগ্ধ বাবর। পাকিস্তান দলের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হায়দরাবাদ পুলিশ বাবরদের জন্য মোতায়েন করেছে পর্যাপ্ত কর্মী। তাঁদের হোটেল থেকে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রিন করিডর করে। দলের বাসের সঙ্গে থাকছে পুলিশের একাধিক গাড়ি। কার্যত জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে পাকিস্তান দলকে।
আইসিসির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত বুধবার আমদাবাদে যেতে হয়েছিল বাবরকে। পাক অধিনায়কের জন্য ব্যবস্থা করা হয়েছিল চার্টার্ড বিমানের। যা অন্য কোনও দলের অধিনায়কের জন্য করা হয়নি। সেই বিশেষ বিমানেই বাবর হায়দরাবাদে ফেরেন। সব মিলিয়ে পাকিস্তান দলের জন্য সব সময়ই থাকছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার জন্য হলেও বিশ্বকাপ খেলতে এসে ভারতে বহাল তবিয়তে রয়েছেন পাক ক্রিকেটারেরা।