ICC ODI World Cup 2023

বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই লজ্জার নজির পাকিস্তানের শাহিনের, ছাপিয়ে গেলেন সতীর্থকেই

আইসিসি-র এক দিনের বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ওঠার পরেই লজ্জার নজির গড়লেন পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি। কী সেই নজির?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ১৮:২৭
Shaheen shah Afridi

শাহিন শাহ আফ্রিদি —ফাইল চিত্র

বিশ্বকাপের মাঝে আইসিসি-র এক দিনের বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ওঠার পরেই লজ্জার নজির গড়লেন পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে একটি ম্যাচে সর্বোচ্চ রান দিলেন তিনি। একই ম্যাচে তিনি ছাপিয়ে গেলেন সতীর্থ হ্যারিস রউফকে।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বল করতে নেমে ১০ ওভারে ৯০ রান দেন শাহিন। প্রথম ওভার থেকেই ঠিক জায়গায় বল পড়ছিল না। ফলে ব্যাটারেরা তাঁকে মেরে খেলছিলেন। প্রথম স্পেলের পরে দ্বিতীয় স্পেলেও উইকেট নিতে পারেননি তিনি। শাহিন উইকেট না পাওয়ায় সমস্যায় পড়ে পাকিস্তানের বোলিং। নিউ জ়িল্যান্ডকে আটকাতে পারেনি তারা। ৫০ ওভারে ৪০১ রান করে নিউ জ়িল্যান্ড।

শাহিনের আগে নিজের স্পেল শেষ করেন রউফ। ১০ ওভারে ৮৫ রান দেন তিনি। অবশ্য ১টি উইকেট নিয়েছেন রউফ। নিজের স্পেল শেষ করার পরে রউফই হয়ে ওঠেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এক ম্যাচে সব থেকে খরুচে বোলার। যদিও ১৫ মিনিটের মধ্যে তাঁকে ছাপিয়ে যান শাহিন।

গোটা ম্যাচে নিজের স্পেলে ১১টি চার ও ২টি ছক্কা খেয়েছেন শাহিন। শেষ ওভারে তাঁকে একটি ছক্কা মারেন মিচেল স্যান্টনার। সেই ছক্কা খেয়েই রউফকে ছাপিয়ে যান তিনি। পাকিস্তানের এখনকার বোলিং আক্রমণের প্রধান স্তম্ভ বলা হয় শাহিনকে। সেই শাহিনই বিশ্বকাপের এক ইনিংসে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি রান দিলেন।

আরও পড়ুন
Advertisement