Babar Azam

তিন নম্বরে ব্যাট করতে চাননি বাবর, তাই তিন বছর আগে পাক ব‍্যাটারকে ছেড়ে দিয়েছিল করাচি

নিজের পছন্দের জায়গা ছাড়া খেলতে চাইতেন না বাবর আজ়ম। সেই কারণে তাঁকে ছেড়ে দিয়েছিল দল। জানালেন করাচি কিংসের মালিক সলমন ইকবালের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:৫১
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

এক সময় করাচি কিংসের হয়ে খেলতেন বাবর আজ়ম। কিন্তু সেই দলের নিজের পছন্দের জায়গা ছাড়া খেলতে চাইতেন না তিনি। সেই কারণে তাঁকে ছেড়ে দিয়েছিল দল। জানালেন করাচি কিংসের মালিক সলমন ইকবালের।

Advertisement

পাকিস্তান সুপার লিগে এখন পেশওয়ার জলমির হয়ে খেলেন বাবর। একটা সময় তিনি খেলতেন করাচির হয়ে। সেই দলের কোচ ছিলেন মিকি আর্থার। তিনি এবং মালিক সলমন বাবরকে অনুরোধ করেছিলেন তিন নম্বরে ব্যাট করার জন্য। সলমন বলেন, “মিকি এবং আমি বাবরকে অনুরোধ করেছিলাম করাচি কিংসের হয়ে তিন নম্বরে ব্যাট করার জন্য। কিন্তু ও ঠিক রাজি ছিল না। সেই কারণেই বাবরকে ছেড়ে দিয়েছিলাম আমরা। পুরো দলকে নতুন করে সাজাতে চেয়েছিলাম আমরা। সেই কারণেই বাবর, ইমাদ (ওয়াসিম) এবং (মহম্মদ) আমিরকে ছেড়ে দিয়েছিলাম।”

করাচি কিংসের হয়ে বাবর ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত খেলেছিলেন। পাকিস্তান সুপার লিগে ৯০ ম্যাচের মধ্যে ৭৬টিতে ওপেন করেছিলেন তিনি। ৩১০৩ রান করেছেন। তাঁর গড় ৪৭.০১ এবং স্ট্রাইক রেট ১২৯.১৩। ২৮টি অর্ধশতরান এবং দু’টি শতরানও করেছিলেন ওপেন করতে নেমে। সেই কারণেই তিন নম্বরে ব্যাট করতে রাজি ছিলেন না বাবর।

এ বারের পাকিস্তান সুপার লিগে প্রথম দু’টি ম্যাচে রান পাননি বাবর। প্রথম ম্যাচে শূন্য করেন তিনি। পরের ম্যাচে এক রানের বেশি করতে পারেননি।

Advertisement
আরও পড়ুন