IPL 2025

‘নিজের উপর বিশ্বাস হারাতে নেই’, ওয়াংখেড়েতে রানে ফিরে স্বস্তি রোহিতের গলায়

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত অপরাজিত রইলেন ৭৬ রানে। তাঁর ব্যাটেই সহজ জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। যে ম্যাচ জিতে রোহিত মনে করিয়ে দিলেন, নিজের উপর কখনও বিশ্বাস হারাতে নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২৩:২৮
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আইপিএলে অবশেষে রানে ফিরলেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত রইলেন ৭৬ রানে। তাঁর ব্যাটেই সহজ জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। যে ম্যাচ জিতে রোহিত মনে করিয়ে দিলেন, নিজের উপর কখনও বিশ্বাস হারাতে নেই।

Advertisement

রবিবার ম্যাচের সেরা হয়েছেন রোহিত। এ বারের আইপিএলে প্রথম বার। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে রোহিত বলেন, “নিজেকে অবিশ্বাস করা খুব সহজ। আর সেটা হলেই বিভিন্ন রকমের জিনিস করার চেষ্টা শুরু হয়ে যায়। নিজের উপর বিশ্বাস হারালে চাপ বাড়ে। এত দিন ধরে খেলছি বলে, এগুলো বুঝতে শিখেছি। তাই কখনও নিজের উপর বিশ্বাস হারাইনি। জানতাম রান পাব। ঠিক করে নিয়েছিলাম মেরে খেলব। বলগুলো ঠিক জায়গায় পাচ্ছিলাম। জানি অনেক দিন ধরে রান পাচ্ছি না। তবে নিজের উপর থেকে বিশ্বাস হারাইনি কখনও।”

ওয়াংখেড়ে রোহিতের ঘরের মাঠ। মুম্বইকে তিনি নেতৃত্ব দিয়েছেন বহু বছর। পাঁচ বার আইপিএল জিতিয়েছেন। সেই মাঠেই আবার রানে ফিরলেন তিনি। ম্যাচ শেষে তাঁর হাত ধরে যে ভাবে ঝাঁকাচ্ছিলেন নীতা অম্বানি, তাতে এটা স্পষ্ট সমর্থকদের মতো তিনিও অপেক্ষায় ছিলেন রোহিতের রানে ফেরার। ওয়াংখেড়ের একটি স্ট্যান্ড তাঁর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত বলেন, “ওয়াংখেড়ে ক্রিকেট ভালবাসে। আমার নামে যে স্ট্যান্ড হচ্ছে, সেটা অনেক দূরে। ওখানে ছক্কা মারা কঠিন। ছোটবেলা থেকে এই মাঠে খেলা দেখতে এসেছি। একটা সময় মাঠে ঢোকার অনুমতি ছিল না। এই মাঠে খেলে বড় হয়েছি। সেখানে আমার নামে স্ট্যান্ড হবে। এটা বিরাট সম্মানের। তবে অনুভূতিটা কেমন হবে, সেটা এখন বুঝতে পারছি না। আমার নামে স্ট্যান্ডটা দেখতে পেলে বুঝতে পারব।”

ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস তোলে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত অপরাজিত থাকেন ৭৬ রানে। তাঁর সঙ্গে সূর্যকুমার ৬৮ রান করেন। তাঁদের দাপটেই সহজে ম্যাচ জিতে নেয় মুম্বই।

Advertisement
আরও পড়ুন