IPL Auction 2025

‘বাবা কি জয় হো’, আইপিএল নিলামের দাম নিয়ে খোঁচা দেওয়ায় ‘জ্যোতিষী’ মঞ্জরেকরকে এক হাত শামির

সম্প্রতি মহম্মদ শামির সমালোচনা করে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছিলেন, তাঁর চোটের ইতিহাসের কথা মাথায় রেখে আইপিএলের নিলামে দাম কমে যেতে পারে। মঞ্জরেকরকে তার পাল্টা দিলেন শামি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৩:৫৪
cricket

(বাঁ দিকে) সঞ্জয় মঞ্জরেকর। মহম্মদ শামি (ডান দিকে)। — ফাইল চিত্র।

কিছু দিন আগেই মহম্মদ শামির সমালোচনা করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। জানিয়েছিলেন, শামির চোটের ইতিহাসের কথা মাথায় রেখে আইপিএলের নিলামে তাঁর দাম কমে যেতে পারে। সেই প্রসঙ্গে মঞ্জরেকরকে পাল্টা দিলেন শামি। ঘুরিয়ে তাঁকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শও দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন শামি। সেখানে মঞ্জরেকরের উদ্ধৃতি উল্লেখ করে তিনি লিখেছেন, “বাবা কি জয় হো। কিছুটা জ্ঞান নিজের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন সঞ্জয়জি। কাজে আসবে।” এখানেই না থেমে শামির আরও কটাক্ষ, “কারও যদি ভবিষ্যত নিয়ে কিছু জানার থাকে তা হলে স্যরের সঙ্গে দেখা করুন।”

উল্লেখ্য, কিছু দিন আগেই এক টিভি চ্যানেলে মঞ্জরেকর মনে করিয়ে দিয়েছিলেন শামির চোটের কথা। প্রায় এক বছর ক্রিকেটের বাইরে থাকা শামিকে নিয়ে তিনি বলেছিলেন, “শামিকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে। তবে ওর চোটের ইতিহাসও রয়েছে। বিশেষ করে আগের চোট যেটা সারতে অনেক সময় লেগেছে। মরসুমের মাঝপথে চোট পেতেই পারে। যদি কোনও দল বিনিয়োগ করেও মরসুমের মাঝে ওকে হারায়, তা হলে শামির বিকল্প আরও কমে যাবে। সে কারণেই ওর দাম নিলামে কমতে পারে।”

২০২২-এর মহা নিলামে শামিকে ৬.২৫ কোটি টাকায় কিনেছিল গুজরাত টাইটান্স। সেই দামেই খেলেছেন গত তিন বছর।

Advertisement
আরও পড়ুন