ICC World Cup 2023

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কাদের বেশি, মাঝপথেই জানিয়ে দিলেন আজহার

বিশ্বকাপে সব দলেরই তিনটি করে খেলা হয়ে গিয়েছে। সব দলের পারফরম্যান্স দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। তা দেখার পরেই আজহার জানিয়েছেন, এ বার কাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৯:১৩
Picture of Mohammed Azharuddin

আজহারউদ্দিন। —ফাইল চিত্র।

বিশ্বকাপে ভারতীয় দলের খেলা দেখে আশাবাদী মহম্মদ আজহারউদ্দিন। তাঁর দাবি, রোহিত শর্মারাই এ বার বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন। প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে রোহিতের পারফরম্যান্স দেখার পর এমনই মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

একাধিক বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েও চ্যাম্পিয়ন করতে পারেননি আজহার। সেই আক্ষেপ এখনও রয়েছে তাঁর। তবে আজহারের মতে তৃতীয় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে এ বার। তিনি বলেছেন, ‘‘ভারতীয় দলের জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। আশা করব রোহিতেরা বিশ্বকাপ জিতবে। এ বার আমাদের দারুণ সুযোগ রয়েছে। আমাদের দলটা দারুণ। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তাই মনে হচ্ছে, এ বার আমরাই চ্যাম্পিয়ন হব।’’

অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন আজহার। কংগ্রেসের টিকিটে নির্বাচনে জিতে লোকসভার সাংসদ হয়েছেন। হায়দরাবাদের ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতিও তিনি। ক্রিকেট প্রশাসনের সঙ্গে আবার যুক্ত হতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক।

প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছেন রোহিতেরা। ভারতের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার। পুণের মাঠে প্রতিপক্ষ শাকিব আল হাসানের বাংলাদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement