Harmanpreet Kaur

Mithali-Harmanpreet: মিতালি ছাড়াই নতুন পরীক্ষা হরমনপ্রীতদের

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে প্রশিক্ষণ নিয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে যাচ্ছে ভারতীয় দল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ০৬:৪৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

এক সপ্তাহ আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ। টি-টোয়েন্টি ফর্ম্যাটের পরে এ বার ওয়ান ডে ক্রিকেটেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। তাঁর প্রথম পরীক্ষা শ্রীলঙ্কা সফরে। যেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। বর্তমান ভারতীয় অধিনায়ক মনে করেন, মিতালির অভাব কোনও ভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে দুই ফর্ম্যাটেই একজন অধিনায়ক থাকায় দল যে সুবিধাজনক জায়গায় থাকবে, সেটাও বলতে দ্বিধাবোধ করলেন না ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে প্রশিক্ষণ নিয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে যাচ্ছে ভারতীয় দল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন হরমনপ্রীত ও কোচ রমেশ পওয়ার। হরমনপ্রীত বলছিলেন, ‘‘প্রথম বার মিতালিদিকে ছাড়া ওয়ান ডে খেলতে যাচ্ছি। ওর জায়গা কেউ পূরণ করতে পারবে না। সব সময়ই ওর অভাব অনুভব করব। তবে দলের প্রত্যেকের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। আরও সুসংবদ্ধ দল হিসেবে গড়ে ওঠার জন্য এই রকম একটা সফর খুবই জরুরি। আমরা নিজেদেরও পরীক্ষা করে নিতে পারব।’’

Advertisement

প্রথম বারের মতো দুই ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত। যা নিয়ে নতুন অধিনায়কের প্রতিক্রিয়া, ‘‘আগে দু’জন অধিনায়ক থাকায় অনেক বিষয়ই আলাদা ছিল। আমরা অন্য ধরনের ভাবনা-চিন্তা করতাম। তার প্রভাব পড়ত সতীর্থদের উপরেও। এখন আমি এবং আমার সতীর্থদের কাছে বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। আমরা কোনও কিছু নিয়েই দ্বিধাবোধ করব না। প্রাণ খুলে সব কিছু আলোচনা করা যাবে।’’

২৮ জুলাই থেকে শুরু কমনওয়েলথ গেমস। যেখানে মেয়েদের ক্রিকেট দলকে খেলতে দেখা যাবে। এই প্রতিযোগিতা জেতার লক্ষ্য নিয়েই শ্রীলঙ্কা সফরে নিজেদের তৈরি করে নিতে চান হরমনপ্রীত। ভিভিএস লক্ষ্মণের ক্লাসে এ বিষয়ে আলোচনাও হয়েছে। দলে নতুন মুখদের সুযোগ দিতে চান বেশি করে হরমনপ্রীত। আর কোচ পওয়ার বলছিলেন, ‘‘দল হিসেবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা দেখা খুব জরুরি। আমরা লক্ষ্মণের প্রশিক্ষণ পেয়েছি। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হয়েছে।’’ যোগ করেন, ‘‘এই সময়ে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতেই হবে। কারণ আমরা নতুন ভাবনা নিয়ে একটা দল গড়ে তুলতে চাই, যারা ভয়ডরহীন ক্রিকেট খেলে। তরুণ ক্রিকেটারদের তৈরি করার ফল ভবিষ্যতে নিশ্চয়ই পাবে এই দল।’’

সেই সঙ্গে হরমনপ্রীতও বলে দিলেন, ‘‘বোলিং বিভাগকে অনেক দায়িত্ব নিতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসের জন্য তৈরি হতে হবে। শ্রীলঙ্কা সফর তার জন্য খুব গুরুত্বপূর্ণ।’’

অধিনায়ক হরমনপ্রীতকে এ বার পুরোপুরি অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে। ২৩ জুন থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ থেকেই ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দেখা যাবে তাঁকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন