ICC ODI World Cup 2023

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে পিছিয়ে গেলেন বুমরা, ভারতীয় পেসারকে টপকালেন কারা?

আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন নিউ জ়িল্যান্ডের বোলারেরা। সেই ম্যাচের পরে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ভারতের যশপ্রীত বুমরাকে টপকে গিয়েছেন দু’জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৩:৩৩
jasprit bumrah

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র

এ বারের বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছে নিউ জ়িল্যান্ড। প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা। আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন নিউ জ়িল্যান্ডের বোলারেরা। সেই ম্যাচের পরে চলতি বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ভারতের যশপ্রীত বুমরাকে টপকে গিয়েছেন নিউ জ়িল্যান্ডের মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।

Advertisement

নিউ জ়িল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে পর্যন্ত উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন বুমরা, হেনরি ও স্যান্টনার। তিন জনেরই ৩ ম্যাচে ৮টি করে উইকেট ছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ১টি উইকেট নিয়েছেন হেনরি। ফলে ৪ ম্যাচে ৯ উইকেট হয়েছে তাঁর। এখন একক ভাবে দ্বিতীয় স্থানে তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। ফলে এখন ৪ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১১। উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠে গিয়েছেন নিউ জ়িল্যান্ডের স্পিনার। তালিকায় চার নম্বরে রয়েছেন চার জন বোলার। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, পাকিস্তানের হাসান আলি, নেদারল্যান্ডসের বাস ডি’লিড ও শ্রীলঙ্কার দিলশন মদুশঙ্ক। চার জনেরই ৩ ম্যাচে ৭টি করে উইকেট রয়েছে।

বাংলাদেশ ম্যাচেই অবশ্য আবার শীর্ষে ওঠার সুযোগ রয়েছে বুমরার। বাংলাদেশের বিরুদ্ধে যদি বুমরা ৪টি উইকেট নেন তা হলেই এক নম্বরে পৌঁছে যাবেন ভারতীয় পেসার। এ বারের প্রতিযোগিতায় নতুন ও পুরনো বলে বুমরা যেমন ছন্দে রয়েছেন তাতে ৪ উইকেট নেওয়া অসম্ভব নয় তাঁর পক্ষে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement