IPL 2025

আবার নায়ক রোহিত, বিপর্যস্ত হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে আরও এগোল মুম্বই

আইপিএ যত এগোচ্ছে, হার্দিক পাণ্ড্যের দলও তত এগোচ্ছে। নবম ম্যাচে পঞ্চম জয় পেয়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। ক্রমশ ছন্দে ফেরা মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু বিপজ্জনক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২২:৪৮
picture of Rohit Sharma

রোহিত শর্মা। ছবি: বিসিসিআই।

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা হায়দরাবাদের ইনিংসে অক্সিজেন সরবরাহ করল হেনরিখ ক্লাসেনের ব্যাট। ম্যাচের রং অবশ্য বদলে দিলেন রোহিত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় এনে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। হায়দরাবাদের ৮ উইকেটে ১৪৩ রানের জবাবে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ তুলল মুম্বই।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৭০ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজ়ে নেমেছিলেন ক্লাসেন। ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বজয়ের কাছাকাছি। এ বারের আইপিএলে রান পাচ্ছিলেন না ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিপর্যয়ের দিনে ফর্মে ফিরলেন।

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ট্রেভিস হেড (শূন্য), অভিষেক শর্মা (৮), ঈশান কিশন (১), নীতীশ কুমার রেড্ডি (২) এবং অনিকেত বর্মারা (১২) সাজঘর থেকে ক্রিজ়ে এলেন এবং থিতু হওয়ার আগেই ফিরে গেলেন। তরুণ সতীর্থ অভিনব মনোহরকে নিয়ে লড়াই শুরু করেন ক্লাসেন। ম্যাচটা যতটা একপেশে হবে মনে হচ্ছিল হায়দরাবাদের ইনিংসের প্রথম পাঁচ ওভার দেখে, ততটা হল না ক্লাসেনের জন্যই। নিজের দিনে একাই জয় ছিনিয়ে নিতে পারেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। বুধবার হায়দরাবাদের ২২ গজে অবশ্য ম্যাচ ছিনিয়ে নিতে পারলেন না। তবে বুঝিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ কুলে তিনি অভিমন্যু। ট্রেন্ট বোল্ট, দীপক চহর, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, হার্দিক পাণ্ড্যদের চক্রব্যুহের মাঝে বুক চিতিয়ে লড়লেন।

অভিনবকে (৩৭ বলে ৪৩) সঙ্গে নিয়ে যষ্ঠ উইকেটের জুটিতে ক্লাসেন (৪৪ বলে ৭১) ৯৯ রান যোগ করলেন বলেই হয়তো চেনা ফর্মে দেখা গেল রোহিতকে। গত ২৯ জুন ব্রিজটাউনের মাঠে শেষ হাসি হেসেছিলেন রোহিত। বুধবারও হাসলেন। আশ্বস্ত করলেন ভক্তদের। তেমন চাপ ছিল না রান তাড়া করার সময়। রোহিত খেললেন সাবলীল ভাবে।

আইপিএলে রোহিতও রান পাচ্ছিলেন না। যে ভাবে চান, সে ভাবে ব্যাট করতে পারছিলেন না। মুম্বইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়ক ফিরলেন নিজের মেজাজে। আইপিএলে হায়দরাবাদ এক সময় ছিল রোহিতের ঘরের মাঠ। তৎকালীন ডেকান চার্জার্সের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। উপ্পলের ২২ গজ অচেনা নয় তাঁর। সুযোগের সদ্ব্যবহার করলেন ভারতীয় দলের অধিনায়ক। রায়ান রিকেলটন (১১), উইল জ্যাকসেরা (২২) বড় রান পেলেন না। তবু মুম্বইকে সমস্যায় পড়তে হল না। রোহিতের ৪৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে অনায়াস জয় পেল মুম্বই। ৮টি চার এবং ৩টি ছয় মারলেন রোহিত। সূর্যকুমার যাদবও ধরা দিলেন চেনা রূপে। ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকলেন তিনি।

আইপিএল যত এগোচ্ছে, হার্দিকের দলও তত এগোচ্ছে। নবম ম্যাচে পঞ্চম জয় পেয়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। রোহিত, সূর্যকুমারদের ব্যাট কথা বললে নিশ্চিত ভাবে আরও এগোবে। বোল্ট, বুমরাহেরা তো আছেনই।

Advertisement
আরও পড়ুন