(বাঁ দিকে) মুকেশ কুমারকে অভিনন্দন লোকেশ রাহুলের (ডান দিকে)। ছবি: বিসিসিআই।
লখনউ সুপার জায়ান্টসের রান তোলার গতি হ্যাঁচকা টানে খানিকটা থমকে দিলেন মুকেশ কুমার। একই ওভারে আব্দুল সামাদ এবং মিচেল মার্শকে আউট করলেন দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার। লখনউয়ের ২২ গজে প্রথমে ব্যাট করে ঋষভ পন্থেরা তুললেন ৬ উইকেটে ১৫৯ রান। এ বারের আইপিএলে এত কম রান এর আগে করেনি লখনউ।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে তেমন কাজে লাগতে পারল না পন্থের দল। দুই ওপেনার এডেন মার্করাম এবং মিচেল মার্শ ছাড়া কেউই দলকে ভরসা দিতে পারলেন না ব্যাট হাতে। ফর্মে না থাকা অধিনায়ক পন্থ আবার নিজেকে লুকিয়ে রাখলেন। ব্যাট করতে নামলেন সাত নম্বরে। লখনউয়ের ইনিংসের ২ বল বাকি থাকতে। ২ বলে করলেন শূন্য।
শুরুটা খারাপ করেননি মার্করাম এবং মার্শ। প্রথম উইকেটের জুটিতে ১০ ওভারে ৮৭ রান তোলেন তাঁরা। মার্করাম ৩৩ বলে ৫২ রানে করে আউট হওয়ার পর ছন্দ হারায় লখনউয়ের ইনিংস। পর পর ফিরে যান নিকোলাস পুরান (৯), সামাদ (২) এবং মার্শ (৩৬ বলে ৪৫)। বাংলার মুকেশের দাপটে এক সময় ৮৭/০ থেকে ১১০/৪ হয়ে যায় লখনউ। ঘরের মাঠেও এই চাপ আর সামাল দিতে পারল না পন্থের দল। শেষ দিকে আয়ূষ বদোনির আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌছোয় লখনউ। ডেভিড মিলার ১৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকলেন । বদোনির ব্যাট থেকে এল ২১ বলে ৩৬ রানের ইনিংস।
দিল্লির বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২৫ রানে ১ উইকেট নিলেন। দুষ্মন্ত চামিরার ১ উইকেট ২৫ রানে। অক্ষর ২৯ রান দিলেও উইকেট পেলেন না। শেষ ওভারে ১২ রান দিয়ে ফেললেন মুকেশ। তাঁর ৪ উইকেট ৩৩ রানের বিনিময়ে।