Pitch Controversy in IPL

মনেই হয়নি এটা আমাদের হোম ম্যাচ! কলকাতা, চেন্নাইয়ের পর পিচ-বিতর্কে গোয়ে‌ন‌্কার লখনউ

আইপিএলে পিচ-বিতর্ক দিন দিন বেড়েই চলেছে। কলকাতা, চেন্নাইয়ের পর সেই তালিকায় যোগ দিল লখনউ। মঙ্গলবার পঞ্জাবের কাছে হারের পর একানা স্টেডিয়ামের পিচ নিয়ে প্রশ্ন তুলে দিলেন লখনউয়ের মেন্টর জ়াহির খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১১:৫৪
cricket

লখনউ মালিক সঞ্জীব গোয়েন্‌কা। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে পিচ-বিতর্ক দিন দিন বেড়েই চলেছে। কলকাতা, চেন্নাইয়ের পর সেই তালিকায় যোগ দিল লখনউ। মঙ্গলবার পঞ্জাবের কাছে হারের পর একানা স্টেডিয়ামের পিচ নিয়ে প্রশ্ন তুলে দিলেন লখনউয়ের মেন্টর জ়াহির খান। তাঁর মতে, এটি এমন একটি বিষয়, যা দ্রুত সমাধান করতে হবে।

Advertisement

মঙ্গলবার আগে ব্যাট করে মাত্র ১৭১ রান তোলে লখনউ। তাদের ব্যাটারেরা ভাল করে খেলতেই পারছিলেন না। বল পিচে পড়ে থমকে ব্যাটে আসছিল। তবে পঞ্জাব ব্যাট করার সময় মনে হচ্ছিল তারা আলাদা পিচে খেলছে। দ্রুততার সঙ্গে রান তোলে তারা।

হেরে ক্ষিপ্ত জ়‌াহির বলেছেন, “পিচ আমাকে বেশ হতাশ করেছে। কারণ এটা আমাদের হোম ম্যাচ ছিল। আইপিএলে প্রতিটা দলই কোনও না কোনও ভাবে হোম ম্যাচের সুবিধা পায়। সে দিক থেকে আমাদের কিউরেটর বোধ হয় ভাবেননি এটা আমাদের হোম ম্যাচ। মনে হচ্ছিল পিচটা পঞ্জাবের কেউ তৈরি করেছে।”

জ়াহিরের সংযোজন, “এটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। নতুন একটা দলে যোগ দিয়েছি। তবে আশা করি এই প্রথম এবং শেষ বার পিচ নিয়ে কথা বলতে হবে। আসলে লখনউয়ের দর্শকদের কাছেও এটা হতাশার। ওরা তো নিজের দলের জয় দেখতেই মাঠে আসেন। ভেবেছিলেন প্রথম ম্যাচে জয় দেখবেন। কিন্তু হতাশা নিয়ে ফিরতে হয়েছে। তবে দল হিসাবে আমরা আত্মবিশ্বাসী। ঘরের মাঠে যত বেশি সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করব। এখনও ছ’টা ম্যাচ বাকি।”

পঞ্জাবের কাছে হেরে খুব একটা হতাশ হতে চাইছেন না জ়াহির। লখনউয়ের মেন্টরের মতে, আইপিএলে এখনও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় রয়েছে। জ়‌াহির বলেছেন, “সবে তৃতীয় ম্যাচ খেললাম। এর মধ্যেই দলের কাছে আমি স্পষ্ট করে দিয়েছি যে, ওদের কাছে ঠিক কী চাইছি। আসলে এই দলটা ফলাফলের জন্য খেলে না। একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে ভালবাসে। আমরা ইতিবাচক দিকগুলোকে মাথায় রাখতে চাইছি। এখনও কিছু কাজ বাকি। সেটা সময়মতো হয়ে যাবে।”

Advertisement
আরও পড়ুন