কলকাতা নাইট রাইডার্স। ছবি: বিসিসিআই।
১০.১ ওভারে ২ উইকেটে ১০৭ রান তুলল কেকেআর। রাহানে (২০) এবং রিঙ্কু (১৫) অপরাজিত রইলেন।
ব্যাট করছেন রাহানে (২০) এবং রিঙ্কু (৭)।
ব্যাট করছেন রাহানে (১৬) এবং রিঙ্কু (১)।
নুরের বলে বোল্ড নারাইন (৪৪)। কেকেআর ৭.১ ওভারে ৮৫/২।
ব্যাট করছেন নারাইন (৩১) এবং রাহানে (১৪)।
কম্বোজের বলে বোল্ড ডি’কক (২৩)। কলকাতা ৪৬/১।
ব্যাট করছেন ডি’কক (২৩) এবং নারাইন (২১)।
ব্যাট করছেন ডি’কক (৯) এবং নারাইন (৯)।
শিবম (৩১) এবং কম্বোজ (৩) অপরাজিত রইলেন।
ব্যাট করছেন শিবম (১৪) এবং কম্বোজ (৩)।
বৈভবের বলে বরুণের হাতে ক্যাচ দিয়ে আউট নুর (১)। চেন্নাই ৭৯/৯।
ব্যাট করছেন শিবম (১১) এবং নুর (১)।
নারাইনের বলে এলবিডব্লিউ ধোনি (১)। চেন্নাই ৭৫/৮।
ব্যাট করছেন শিবম (৯) এবং ধোনি (১)।
বরুণের বলে বৈভবের হাতে ক্যাচ দিয়ে আউট ইমপ্যাক্ট প্লেয়ার হুডা (শূন্য)। চেন্নাই ৭২/৭।
নারাইনের বলে বোল্ড জাডেজা (শূন্য)। চেন্নাই ৭১/৬।
হর্ষিতের বলে বৈভবের হাতে ক্যাচ দিয়ে আউট অশ্বিন (১)। চেন্নাই ৭০/৫।
ব্যাট করছেন শিবম (৫) এবং অশ্বিন (১)।
নারাইনের বলে বোল্ড রাহুল (১৬)। চেন্নাই ৬৫/৪।
ব্যাট করছেন রাহুল (১৫) এবং শিবম (১)।