CSK vs RCB match today

আইপিএলে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর, কোহলিদের কাছে কোন পথে হারলেন ধোনিরা?

আইপিএলে শুক্রবার মহারণ। চিপকে মুখোমুখি চেন্নাই এবং বেঙ্গালুরু। ২০০৮ সালের পর থেকে এই মাঠে কোনও দিন জেতেনি বেঙ্গালুরু। শুক্রবার পারবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২৩:১৬
বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাস।

বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২৩:১৫ key status

ধোনির ইনিংসেও লাভ হল না

শেষ ওভারে ক্রুণালকে দু’টি ছয় মারলেন ধোনি। তবে লাভ হল না। বেঙ্গালুরু জিতল ৫০ রানে।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২৩:০৮ key status

জাডেজা আউট

এ বার ফিরে গেলেন জাডেজাও। হেজ়লউডের বলে ক্যাচ দিলেন সল্টের হাতে। চেন্নাইয়ের হার এড়ানো প্রায় অসম্ভব।

Advertisement
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২২:৫৪ key status

আউট অশ্বিন

লিভিংস্টোনের বলে তুলে মারতে গিয়ে আউট অশ্বিন। সল্টের হাতে ক্যাচ দিলেন ১১ রানে। নামলেন ধোনি।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২২:৩৭ key status

দুবে আউট

হেজলউডের মতোই এক ওভারে দু’টি উইকেট নিলেন দয়াল। তাঁর ওভারের পঞ্চম বলে ভেঙে গেল দুবের স্টাম্প।

Advertisement
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২২:৩৩ key status

রাচিন আউট

দয়ালের বল রাচিনের ব্যাটের কানায় লেগে প্যাডে লেগে ভেঙে দিল উইকেট। ৪১ রানে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২২:১৩ key status

আউট কারেন

লিভিংস্টোনের বলে তুলে মেরেছিলেন কারেন। ক্রুণাল তাঁর ক্যাচ ধরলেন। 

Advertisement
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:৫৫ key status

আউট হুডা

ভুবনেশ্বরের বল হুডার ব্যাট ছুঁয়ে জমা পড়ে জিতেশের হাতে। আম্পায়ার প্রথমে আউট দেননি। কোহলির নির্দেশে ডিআরএস নেয় বেঙ্গালুরু। দেখা যায়, হুডার ব্যাটে বল লেগেছে। 

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:৩৯ key status

আউট রুতুরাজ

রুতুরাজকে (শূন্য) আউট করলেন হেজ়লউড। চেন্নাই ৮/২।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:৩৬ key status

আউট রাহুল ত্রিপাঠী

ত্রিপাঠীকে (৫) আউট করলেন হেজ়লউড। চেন্নাই ৮/১।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:১২ key status

আগ্রাসী ডেভিড

১৯তম ওভারে পাথিরানা দিয়েছিলেন ১ রান। ২০তম ওভারে কারেনের বলে তিনটি ছয় মারলেন টিম ডেভিড। বেঙ্গালুরু তুলল ১৯৬/৭।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:০১ key status

আউট পাটীদার

তিন বার তাঁর ক্যাচ পড়লেও চতুর্থ বার ভুল হল না। পাথিরানার বলে পাটীদারের ক্যাচ ধরলেন স্যাম কারেন (৫১)।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:৫৬ key status

আউট জিতেশ

আরও একটি উইকেট নুরের। জাডেজার হাতে ক্যাচ দিয়ে আউট জিতেশ (১২)।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:৫৩ key status

আরসিবিকে টানছেন অধিনায়ক

তিন বার তাঁর ক্যাচ ফেলা হয়েছে। সেই পাটীদার টানছেন বেঙ্গালুরুকে। ২৯ বলে ৪৬ রানে খেলছেন।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:৩২ key status

আউট কোহলি

চিপকে এ বারও বড় রান অধরা কোহলির। ধীরে হলেও হাত খুলতে শুরু করেছিলেন। নুরের বলে রাচিনের হাতে ক্যাচ দিলেন। ফিরলেন ৩১ রানে। 

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:২৭ key status

হুডার খারাপ ফিল্ডিং

জাডেজার বলে তুলে মেরেছিলেন পাটীদার। হাতে লোপ্পা ক্যাচ এসেছিল। সেটাও ফস্কালেন হুডা। 

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:০৭ key status

আউট পাড়িক্কল

আগ্রাসী খেলছিলেন। তবে অশ্বিনের বলে রুতুরাজের দুরন্ত ক্যাচে ফিরতে হল (২৭)।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৯:৫৬ key status

আরও এক বার ধোনির জাদু

নুরের বল ফস্কেছিলেন সল্ট। বিদ্যুৎগতিতে স্টাম্প করলেন ধোনি। চলতি আইপিএলে দ্বিতীয় বার। ৩২ রানে আউট সল্ট।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৯:৫০ key status

শেষ দু’ওভারে কমেছে রানের গতি

খলিল এবং নাথান এলিসের ওভার থেকে সে ভাবে রান হল না।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৯:৪০ key status

অশ্বিন দিলেন ১৬

অশ্বিনকে ছয় দিয়ে স্বাগত জানালেন সল্ট। মারলেন দু’টি চারও। আগ্রাসী ব্যাটিং সল্টের।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৯:৩৪ key status

প্রথম ওভারে আরসিবি ৯-০

খলিলকে দু’টি চার মারলেন সল্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন