পাকিস্তানের বিরুদ্ধে উইকেট নিয়ে উল্লাস ভারতের স্মৃতি মন্ধানা (বাঁ দিকে) ও শ্রেয়াঙ্কা পাতিলের। ছবি: সমাজমাধ্যম।
কাঁধে চোট হরমোনপ্রীতের। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। তবে ভারতের জিততে কোনও অসুবিধা হয়নি। ৬ উইকেট হাতে নিয়েই ম্যাচ জিতল ভারত।
ফাতিমার বলে একই রকম ভাবে আউট হলেন রিচা। পর পর উইকেট হারাল ভারত। ৮০ রানে ৪ উইকেট হারাল তারা।
২৩ রান করে আউট জেমাইমা। ফাতিমার বলে খোঁচা দিয়ে আউট হলেন তিনি। ক্যাচ ধরলেন উইকেটরক্ষক মুনিবা।
৩২ রান করে আউট শেফালি। দ্বিতীয় উইকেট হারাল ভারত।
১০ ওভারে ৫০ রান পার ভারতের। শেফালি ২৪ ও জেমাইমা ১৩ রান করে ব্যাট করছেন।
প্রথম ৭ ওভারে একটিও চার মারতে পারেনি ভারত। ভাল ফিল্ডিং করছেন পাকিস্তান। ৭ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩১।
আরও একটি ম্যাচে ব্যর্থ মন্ধানা। ১৬ বলে ৭ রান করে সাদিয়া ইকবালের বলে আউট হলেন তিনি। ১৮ রানে প্রথম উইকেট হারাল ভারত।
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ১০৬ রান।
অরুন্ধতীর বলে ২৮ রান করে আউট হলেন নিদা।
কোনও রান না করেই আউট টুবা হাসান। শ্রেয়াঙ্কা পাতিলের বলে ক্যাচ তুললেন তিনি। ক্যাচ ধরলেন শেফালি বর্মা।
ফাতিমার উইকেট নিলেন শোভানা। তবে এই উইকেটের ক্ষেত্রে বড় কৃতিত্ব উইকেটরক্ষক রিচার। তিনি যে ভাবে অফ স্টাম্পের বাইরের দিকে যাওয়া বল ঝাঁপিয়ে ধরলেন সেটার কৃতিত্ব দিতে হবে। ১৩ রান করে আউট ফাতিমা।
আলিয়া রিয়াজকে আউট করলেন অরুন্ধতী। এলবিডব্লিউ হলেন পাকিস্তানি ব্যাটার। ৪ রান করে আউট আলিয়া।
পাক ওপেনার মুনিবা আলি একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শ্রেয়াঙ্কা পাতিলের বলে স্টাম্প হলেন তিনি। বলেই লাইন ফস্কে ক্রিজ় ছেড়ে বেরিয়ে আসেন মুনিবা। স্টাম্প করেন উইকেটরক্ষক রিচা ঘোষ। ১৭ রান করলেন মুনিবা।
মুনিবার ক্যাচ পড়লেও ওমাইমার ক্যাচ ফস্কাননি শেফালি বর্মা। সেই ওভারেই পড়ল পাকিস্তানের তৃতীয় উইকেট।
তৃতীয় উইকেট নেওয়ার সুযোগ ছিল ভারতের। অরুন্ধতী রেড্ডির বলে ক্যাচ তোলেন মুনিবা। ফাইন লেগে দাঁড়িয়ে হাতের ক্যাচ ফেলে দেন আশা।
ভারতের বিরুদ্ধে পাওয়ার প্লে শেষ পাকিস্তানের। ৬ ওভার শেষে তাদের রান ২ উইকেটে ২৯। মুনিবা আলি ১৪ ও ওমাইমা সোহেল ১ রানে ব্যাট করছেন।
পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ল। দীপ্তির বলে ৮ রান করে বোল্ড হলেন সিদরা আমিন।
ভারতের বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলতে পারছে না পাকিস্তান। মন্থর শুরু করেছে তারা। ৪ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেট হারিয়ে ১৮।
প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দিলেন রেণুকা সিংহ ঠাকুর। গুল ফিরোজ়াকে শূন্য রানে ফেরালেন তিনি। পাকিস্তানের রান ১ উইকেটে ১।
স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ়, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, এস সজানা, শ্রেয়াঙ্কা পাতিল, আশা শোভনা, রেণুকা সিংহ ঠাকুর।