ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
ওয়াশিংটনকে (১২) রানে আউট করলেন অজাজ। ভারতের ইনিংস শেষ ১২১ রানে।
প্রথম বলেই ফিলিপসের বলে বোল্ড আকাশ। ভারত ১২১/৯।
অশ্বিনকে (৮) আউট করলেন ফিলিপস। ভারত ১২১/৮।
গ্লেন ফিলিপ্সের বল অশ্বিনের ব্যাটে লেগে উইকেটের দিকে যাচ্ছিল। অশ্বিন ব্যাট দিয়ে বল সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বল উইকেটেও লাগে। কিন্তু বেল পড়েনি। ফলে বেঁচে যান অশ্বিন।
পন্থকে (৬৪) আউট করলেন অজাজ। ৫ উইকেট কিউয়ি স্পিনারের। ভারত ১০৬/৭।
প্রথম দু’ঘণ্টায় ভারত তুলল ৬ উইকেটে ৯২ রান। জয়ের জন্য আরও ৫৫ রান দরকার। নিউ জ়িল্যান্ডের প্রয়োজন ৪ উইকেট।
চাপের মুখে লড়াকু অর্ধশতরান পন্থের।
জাডেজাকে (৬) আউট করলেন অজাজ। চতুর্থ উইকেট নিলেন কিউয়ি স্পিনার। ভারত ৭১/৬।
সরফরাজ়কে (১) আউট করলেন অজাজ। ভারত ২৯/৫।
যশস্বীকে (৫) আউট করলেন ফিলিপস। ভারত ২৮/৪।
কোহলিকে (১) আউট করলেন অজাজ। ভারত ১৮/৩।
শুভমনকে (১) আউট করেন অজাজ। ভারত ১৬/২।
রোহিতকে (১১) আউট করলেন হেনরি। ভারত ১৩/১।
দ্বিতীয় ইনিংস শুরু ভারতের। ওপেন করেছেন যশস্বী এবং রোহিত।
দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিলেন জডেজা। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ইনিংসে ১৫ বার ৫ উইকেট নিলেন তিনি। ৫৫ রানে ৫ উইকেট নিলেন জাডেজা।
অজাজকে (৮) আউট করলেন জাডেজা। নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৭৪ রানে।