হর্ষিত রানা। ছবি: এক্স (টুইটার)।
মেহমুদকে (১) আউট করলেন অর্শদীপ। ইংল্যান্ডের ইনিংস শেষ ১৯.৪ ওভারে ১৬৬ রানে। ১৫ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জয় ভারতের।
ওভারটনকে (১৯) আউট করলেন হর্ষিত। ইংল্যান্ড ১৯ ওভারে ১৬৩/৯।
ব্যাট করছেন ওভারটন (১৩) এবং রশিদ (৮)।
আর্চারকে (শূন্য) আউট করলেন বিশ্নোই। ইংল্যান্ড ১৪৬/৮।
বেথেলকে (৬) আউট করলেন হর্ষিত। ইংল্যান্ড ১৩৭/৭।
কার্সকে (শূন্য) আউট করলেন বরুণ। ইংল্যান্ড ১৩৩/৬।
ব্রুককে (৫১) আউট করলেন বরুণ। ইংল্যান্ড ১২৯/৫।
ব্যাট করছেন ব্রুক (৪৭) এবং বেথেল (২)।
ব্যাট করছেন ব্রুক (২৩) এবং বেথেল (১)।
লিভিংস্টোনকে (৯) আউট করলেন হর্ষিত। ইংল্যান্ড ৯৫/৪।
ব্যাট করছেন ব্রুক (১) এবং লিভিংস্টোন (শূন্য)।
বাটলারকে (২) আউট করলেন বিশ্নোই। ইংল্যান্ড ৬৭/৩।
সল্টকে (২৩) আউট করলেন অক্ষর। ইংল্যান্ড ৬৫/২।
ডাকেটকে (৩৯) আউট করলেন বিশ্নোই। ইংল্যান্ড ৬ ওভারে ৬২/১।
ব্যাট করছেন সল্ট (১৪) এবং ডাকেট (২৩)।
ব্যাট করছেন সল্ট (১৪) এবং ডাকেট (৫)।
শেষ ওভারে হল ৩ রান। পড়ল ৩ উইকেট। ভারত ২০ ওভারে ১৮১/৯.
ব্যাট করছেন শিবম (৫২) এবং অক্ষর (২)।
হার্দিককে (৫৩) আউট করলেন ওভারটন। ভারত ১৮ ওভারে ১৬৬/৬।
ব্যাট করছেন শিবম (৩৩) এবং হার্দিক (২৮)।