রোহিত শর্মা। ছবি: বিসিসিআই।
হাসানকে (৭) আউট করলেন জাডেজা। ২৩৪ রানে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২৮০ রানে চেন্নাই টেস্ট জিতে সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
শান্তকে (৮২) আউট করলেন জাডেজা। বড় শট নিতে গিয়ে ক্যাচ দিলেন বুমরাকে। বাংলাদেশ ২২২/৮।
অশ্বিনের বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে আউট মেহদি (৮)। বাংলাদেশ ২২২/৭।
লিটনকে (১) আউট করলেন জাডেজা। রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশের উইকেটরক্ষক। বাংলাদেশ ২০৫/৬।
২০০ রানের গণ্ডি পার করল বাংলাদেশ। ব্যাট করছেন শান্ত (৭৩) এবং লিটন (১)।
জল পানের বিরতির পর দিনের প্রথম উইকেট পেল ভারত। অশ্বিনের বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন শাকিব (২৫)।
শাকিবকে স্টাম্প আউট করার সহজ সুযোগ নষ্ট করলেন পন্থ। স্টেপ আউট করে জাডেজার বল মারার চেষ্টা করেছিলেন শাকিব। বলের ফ্লাইট বুঝতে পারেননি। পন্থও বল ধরতে পারলেন না।
ব্যাট করছেন শান্ত(৬১) এবং শাকিব (১৭)। কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটারেরা।
চতুর্থ দিন সকালে সতর্ক ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ব্যাটার শান্ত এবং শাকিব। বল বুঝে খেলার চেষ্টা করছেন। হার বাঁচাতে আরও ৩৫৪ রান করতে হবে বাংলাদেশকে।
তৃতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ১৫৮। ব্যাট করছেন নাজমুল (৫১) এবং শাকিব (৫)। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ডিক্লেয়ার করেন রোহিত। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৪৯ রান।