রোহিত শর্মা। —ফাইল চিত্র।
কোনও উইকেট না হারিয়েই ১৯ রান তুলল অস্ট্রেলিয়া।
ব্যাট করতে নেমেছেন উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি। জয়ের লক্ষ্য ১৯।
বোল্যান্ডের বলে হেডের হাতে ক্যাচ দিয়ে আউট সিরাজ (৭)। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৭৫ রানে।
ইনিংস হারের লজ্জা বাঁচিয়ে আউট নীতীশ (৪২)। তাঁকে আউট করলেন কামিন্স। ৯ রানে এগিয়ে ভারত।
হর্ষিতকে (শূন্য) আউট করলেন কামিন্স। ভারত ১৫৩/৮।
অশ্বিনকে (৭) আউট করলেন কামিন্স। ভারত ১৪৮/৭।
দিনের প্রথম ওভারেই আউট পন্থ। স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। ভারত ১২৮/৬।
ব্যাট করছেন পন্থ (২৮) এবং নীতীশ (১৫)।