Ashes 2023

অ্যাশেজের প্রথম টেস্টে জয় অস্ট্রেলিয়ার, কোন পথে ইংল্যান্ডকে হারালেন কামিন্সরা

অ্যাশেজ সিরিজ়ের প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা রয়েছে দু’দলেরই। শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ৭ উইকেট। অন্য দিকে, অস্ট্রেলিয়ার চাই ১৭৪ রান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ০০:২৫
২ উইকেটে প্রথম টেস্ট জিতে গেল অস্ট্রেলিয়া।

২ উইকেটে প্রথম টেস্ট জিতে গেল অস্ট্রেলিয়া। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২৩:৫২ key status

জয় অস্ট্রেলিয়ার

২ উইকেটে প্রথম টেস্ট জিতে গেল অস্ট্রেলিয়া। 

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২৩:০২ key status

অস্ট্রেলিয়া ২৫১/৮

ব্যাট করছেন কামিন্স (২৮) এবং লায়ন (৩)। অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ৩০ রান। ইংল্যান্ডের চাই ২ উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২২:৪৬ key status

আউট ক্যারি

ক্যারিকে (২০) আউট করলেন রুট। দ্বিতীয় নতুন বল না নিয়ে রুটকে দিয়েই বল করালেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। তাঁর পরিকল্পনা কাজে লেগে গেল। অস্ট্রেলিয়া ২২৭/৮। জয়ের জন্য কামিন্সদের চাই ৫৪ রান। ইংল্যান্ডের দরকার ২ উইকেট।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২২:৩৮ key status

অস্ট্রেলিয়া ২২৪/৭

২২ গজে রয়েছেন ক্যারি (১৯) এবং কামিন্স (৫)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৫৬ রান। ইংল্যান্ডের চাই ৩ উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২২:১৩ key status

আউট খোয়াজা

খোয়াজাকে (৬৫) আউট করলেন স্টোকস। অস্ট্রেলিয়া ২০৯/৭। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭২ রান। ইংল্যান্ডের চাই ৩ উইকেট।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২২:০৭ key status

অস্ট্রেলিয়া ২০৭/৬

উইকেটে রয়েছেন খোয়াজা (৬৫) এবং ক্যারি (৮)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ৭৪ রান। ইংল্যান্ডের দরকার ৪ উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২১:৩৯ key status

আউট গ্রিন

গ্রিনকে (২৮) আউট করলেন রবিনসন। অস্ট্রেলিয়া ১৯২/৬। জয়ের জন্য কামিন্সদের দরকার ৮৯ রান। ইংল্যান্ডে চাই ৪ উইকেট।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২১:০৩ key status

চা পানের বিরতি

অস্ট্রেলিয়া ১৮৩/৫। উইকেটে রয়েছেন খোয়াজা (৫৬) এবং গ্রিন (২২)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৯৮ রান। ইংল্যান্ডের চাই ৫ উইকেট।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২০:০৩ key status

আউট ট্রাভিস হেড

১৬ রান করে মইন আলির বলে আউট হয়ে গেলেন হেড। পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৯:২০ key status

আউট বোল্যান্ড

বোল্যান্ডকে (২০) আউট করলেন ব্রড। অস্ট্রেলিয়া ১২১/৪। জয়ের জন্য দরকার ১৬০ রান। ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৮:৫৭ key status

অস্ট্রেলিয়া ১১২/৩

ব্যাট করছেন খোয়াজা (৩৬) এবং বোল্যান্ড (১৭)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৬৯ রান। ইংল্যান্ডে প্রয়োজন ৭ উইকেট।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৮:৫১ key status

পঞ্চম দিনের খেলা শুরু

সর্বোচ্চ ৬৭ ওভার খেলা হওয়ার সম্ভাবনা। ভারতীয় সময় রাত ১১.৩০ মিনিট পর্যন্ত হতে পারে খেলা। বার্মিংহামের আকাশ অবশ্য এখনও মেঘলা। 

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৮:০৪ key status

মাঠ পরিদর্শন আম্পায়ারদের

ভারতীয় সময় সন্ধে ৬.৪৫ মিনিটে শুরু হবে পঞ্চম দিনের খেলা।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৭:২২ key status

মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

ভারতীয় সময় বিকাল ৫.৫০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। মাঠ শুকনো করার কাজ করছেন মাঠকর্মীরা।

timer শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৫:৩৮ key status

বৃষ্টির জন্য নির্দিষ্ট সময় শুরু হল না পঞ্চম দিনের খেলা

প্রথম দু’ঘণ্টা খেলা হওয়ার কোনও সম্ভাবনা নেই। বার্মিংহামের আকাশ কালো মেঘে ঢাকা। চলছে বৃষ্টি। ভারতীয় সময় বিকাল ৫.৪০ মিনিটে খেলা শুরু হতে পারে। তার আগে দু’দলের ক্রিকেটারেরা মধ্যাহ্নভোজ করে নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন