India Vs West Indies

ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ৮৬/১, কোহলিরা এগিয়ে ৩৫২ রানে

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩৮ রান অল আউট ভারত। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করেছেন বিরাট কোহলি। অর্ধশতরান রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ০৩:০৪
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরানের পথে বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরানের পথে বিরাট কোহলি। ছবি: টুইটার

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ০২:৪২ key status

আউট ত্যাগনারায়ণ চন্দ্রপল

৩৩ রান করে জাডেজার বলে আউট চন্দ্রপল। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম উইকেটের পতন। 

timer শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ০১:৫৪ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের রান ২০ ওভারে বিনা উইকেটে ৪৭

ভাল শুরু ওয়েস্ট ইন্ডিজ়ের। ক্রেগ ব্রেথওয়েট ২৮ ও ত্যাগনারায়ণ চন্দ্রপল ১৭ রান করে ব্যাট করছেন।

Advertisement
timer শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ০১:০২ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের রান ১০ ওভারে বিনা উইকেটে ২২

দুই ওপেনার ক্রিজে রয়েছেন। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ১৬ ও ত্যাগনারায়ণ চন্দ্রপল ছ’রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২৩:৫৩ key status

অল আউট ভারত

৫৬ রান করে আউট অশ্বিন। প্রথম ইনিংসে ৪৩৮ রানে অল আউট ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২৩:৫১ key status

অর্ধশতরান অশ্বিনের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে ভালবাসেন রবিচন্দ্রন অশ্বিন। জাডেজার পরে অর্ধশতরান করলেন ভারতের আর এক স্পিনার অলরাউন্ডার। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২৩:৫০ key status

আউট মহম্মদ সিরাজ়

শূন্য রানে ওয়ারিকানের বলে আউট সিরাজ়। ভারতের নবম উইকেট পড়ল। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২৩:৩৫ key status

আউট জয়দেব উনাদকাট

সাত রান করে ওয়ারিকানের বলে আউট হলেন উনাদকাট। অষ্টম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২২:৪২ key status

আউট ঈশান কিশন

সুযোগ ছিল অর্ধশতরানের। কিন্তু ২৫ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে ফিরলেন ঈশান কিশন।

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২১:১৫ key status

আউট জাডেজা

৬১ রান করে আউট হলেন রবীন্দ্র জাডেজা। কিমার রোচের বল তাঁর ব্যাটের কানা ঘেঁষে উইকেটরক্ষকের কাছে যায়। আউটের আবেদন করলেও প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ়। সাজঘরে ফেরেন জাডেজা। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২০:৫০ key status

রান আউট কোহলি

ভাল খেলছিলেন বিরাট। কিন্তু মুহূর্তের ভুল সিদ্ধান্তে আউট হলেন তিনি। ওয়ারিকানের বল স্কোয়্যার লেগ অঞ্চলে মেরে এক রান নিতে যান কোহলি। প্রথমে খানিকটা থমকে যান তিনি। বল ধরে সরাসরি উইকেটে মারেন আলজারি জোসেফ। তখনও ক্রিজে ঢুকতে পারেননি কোহলি। রান আউট হয়ে যান তিনি। নিজের টেস্ট কেরিয়ারে এই নিয়ে তিন বার রান আউট হলেন তিনি। ১২১ রান করেন বিরাট। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২০:০৭ key status

জাডেজার অর্ধশতরান

বিরাট শতরান করার পরে অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা। কোহলির সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২০:০৬ key status

শতরান কোহলির

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করলেন বিরাট কোহলি। টেস্টে ২৯তম শতরান হল বিরাটের। 

timer শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১৮:৩২ key status

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। চার উইকেটে ২৮৮ রানে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাডেজা ৩৬ রানে ব্যাট করছেন।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন