ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরানের পথে বিরাট কোহলি। ছবি: টুইটার
৩৩ রান করে জাডেজার বলে আউট চন্দ্রপল। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম উইকেটের পতন।
ভাল শুরু ওয়েস্ট ইন্ডিজ়ের। ক্রেগ ব্রেথওয়েট ২৮ ও ত্যাগনারায়ণ চন্দ্রপল ১৭ রান করে ব্যাট করছেন।
দুই ওপেনার ক্রিজে রয়েছেন। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ১৬ ও ত্যাগনারায়ণ চন্দ্রপল ছ’রান করে ব্যাট করছেন।
৫৬ রান করে আউট অশ্বিন। প্রথম ইনিংসে ৪৩৮ রানে অল আউট ভারত।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে ভালবাসেন রবিচন্দ্রন অশ্বিন। জাডেজার পরে অর্ধশতরান করলেন ভারতের আর এক স্পিনার অলরাউন্ডার।
শূন্য রানে ওয়ারিকানের বলে আউট সিরাজ়। ভারতের নবম উইকেট পড়ল।
সাত রান করে ওয়ারিকানের বলে আউট হলেন উনাদকাট। অষ্টম উইকেট হারাল ভারত।
সুযোগ ছিল অর্ধশতরানের। কিন্তু ২৫ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে ফিরলেন ঈশান কিশন।
৬১ রান করে আউট হলেন রবীন্দ্র জাডেজা। কিমার রোচের বল তাঁর ব্যাটের কানা ঘেঁষে উইকেটরক্ষকের কাছে যায়। আউটের আবেদন করলেও প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ়। সাজঘরে ফেরেন জাডেজা।
ভাল খেলছিলেন বিরাট। কিন্তু মুহূর্তের ভুল সিদ্ধান্তে আউট হলেন তিনি। ওয়ারিকানের বল স্কোয়্যার লেগ অঞ্চলে মেরে এক রান নিতে যান কোহলি। প্রথমে খানিকটা থমকে যান তিনি। বল ধরে সরাসরি উইকেটে মারেন আলজারি জোসেফ। তখনও ক্রিজে ঢুকতে পারেননি কোহলি। রান আউট হয়ে যান তিনি। নিজের টেস্ট কেরিয়ারে এই নিয়ে তিন বার রান আউট হলেন তিনি। ১২১ রান করেন বিরাট।
বিরাট শতরান করার পরে অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা। কোহলির সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করলেন বিরাট কোহলি। টেস্টে ২৯তম শতরান হল বিরাটের।
প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। চার উইকেটে ২৮৮ রানে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাডেজা ৩৬ রানে ব্যাট করছেন।