India Vs Bangladesh

বাংলাদেশের থেকে ২৬ রানে এগিয়ে ভারত, কানপুরে কোন পথে এগোল চতুর্থ দিনের খেলা

বৃষ্টি ও তার জেরে মাঠ ভিজে থাকায় কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা ভেস্তে গিয়েছে। চতুর্থ দিন রোদ ওঠায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩২
উল্লাস ভারতীয় ক্রিকেটারদের।

উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৬ key status

দ্বিতীয় উইকেট অশ্বিনের

হাসান মাহমুদকেও আউট করলেন অশ্বিন। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৬ key status

প্রথম উইকেট হারাল বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারাল বাংলাদেশ। অশ্বিনের বলে আউট জ়াকির হাসান।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৭ key status

ভারতের ডিক্লেয়ার

৯ উইকেটে ২৮৫ রানে ডিক্লেয়ার করে দিল ভারত। ৫২ রানে এগিয়ে রোহিতেরা।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৪ key status

আউট আকাশ দীপ

মেহেদির বলে তুলে মারতে গিয়ে আকাশ দীপ আউট।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩২ key status

আউট রাহুল

মেহেদির বল এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হলেন রাহুল (৬৮)। বাউন্স বুঝতে পারলেন না তিনি।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৭ key status

আউট অশ্বিন

শাকিবের বল উইকেট ছেড়ে খেলতে গিয়ে ফিরলেন অশ্বিন। বল ভেঙে দিল স্টাম্প।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৪ key status

আউট জাডেজা

মেহেদির বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জাডেজা (৮)।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৭ key status

আউট কোহলি

শাকিবের বলের লাইন পুরোপুরি মিস্ করে গেলেন কোহলি। বল এসে ভেঙে দিল মিডল স্টাম্প। ৪৭ রানে ফিরলেন বিরাট।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৬ key status

অর্ধশতরান রাহুলের

আগ্রাসী ব্যাটিং করেই অর্ধশতরান করে ফেললেন কেএল রাহুল। ৩৩ বলে পঞ্চাল পেরোলেন তিনি।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০০ key status

লিড নিল ভারত

২৮ ওভারেই বাংলাদেশের রান টপকে গেল ভারত। লিড নিলেন কোহলিরা।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৭ key status

দ্রুততম ২০০ ভারতের

দ্রুততম ২০০ রানও করল ভারত। ২৪.৩ ওভারে এই কীর্তি করলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩ key status

আউট ঋষভ পন্থ

মাত্র ৯ রান করে আউট হয়ে গেলেন পন্থ। শাকিবের বলে বড় শট মারার চেষ্টা করেন তিনি। বাউন্ডারি পার করতে পারেননি পন্থ। ১৫৯ রানে চতুর্থ উইকেট পড়ল ভারতের। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১০ key status

তৃতীয় উইকেট পড়ল ভারতের

চা বিরতির পরে তৃতীয় উইকেট হারাল ভারত। শাকিব আল হাসানের বলে ৩৯ রানে ফিরলেন তিনি। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৪ key status

শতরান হাতছাড়া যশস্বী জয়সওয়ালের

শতরান হাতছাড়া হল যশস্বী জয়সওয়ালের। চা বিরতির ঠিক আগে আউট হয়ে গেলেন তিনি। হাসান মাহমুদের বলে বোল্ড হলেন ভারতীয় ওপেনার। ৫১ বলে ৭২ রান করেন তিনি। ১২৭ বলে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৫ key status

১০০ পার ভারতের

রোহিত আউট হলেও ভারতের রান তোলার গতি কমেনি। ১০.১ ওভারে ১০০ রান পার করে ফেলেছে ভারত। যশস্বী অর্ধশতরান করে খেলছেন। এ বার হাত খোলা শুরু করেছেন শুভমন গিলও। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৪ key status

যশস্বী জয়সওয়ালের অর্ধশতরান

আরও একটি অর্ধশতরান করলেন যশস্বী। ৩১ বলে ৫০ রান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৯ key status

ভাল শুরু করে আউট রোহিত শর্মা

আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন রোহিত। মেহেদি হাসান মিরাজের একটি বল তাঁর প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে লেগেছে। আম্পায়ারের এই সিদ্ধান্ত দেখে রেগে যান রোহিত। সেটাই কাল হল। পরের বলেই বোল্ড হন তিনি। ১১ বলে ২৩ রান করেছেন তিনি। একটি চার ও তিনটি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। ৫৫ রানে প্রথম উইকেট পড়েছে ভারতের। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০ key status

আগ্রাসী ব্যাটিং ভারতের দুই ওপেনারের

ভারতের দুই ওপেনার আগ্রাসী শুরু করেছেন। টি২০-র মেজাজে ব্যাট করছেন তাঁরা। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে দেখে বোঝা যাচ্ছে, এই ম্যাচ জিততে চাইছেন তাঁরা। ৩ ওভারে ৫০ পার ভারতের। 

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৩ key status

২৩৩ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ ২৩৩ রানে। ১০৭ রান করে অপরাজিত থেকে গেলেন মোমিনুল হক। কিন্তু কেউ তাঁকে সঙ্গ দিতে পারলেন না। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। ১টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৪ key status

বাংলাদেশের নবম উইকেট পড়ল

হাসান মাহমুদকে আউট করলেন মহম্মদ সিরাজ। ২৩২ রানে বাংলাদেশের নবম উইকেট পড়ল। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন